শুক্রবার ইরানের ওপর মারাত্মক হামলা করেছে ইজরায়েল। ইরানের পরমাণু কেন্দ্রে আঘাতই মূল লক্ষ্য ছিল ইজরায়েলের। ইরানও যে এর যথোপযুক্ত জবাব দেবে সেকথা আগেই জানিয়ে দিয়েছিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা তখনই বেজে উঠেছিল। শুক্রবার রাত নামতেই ইজরায়েলের ওপর পাল্টা আঘাত হানল ইরান।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ শুক্রবার সকালের পর রাতে আবার নতুন করে ইরানের রাজধানী তেহরানে হামলা শুরু করে ইজরায়েল। এই হামলার পরে চুপ করে থাকেনি ইরান। রাতেই পাল্টা আক্রমণ করে ইজরায়েলের রাজধানী তেল আভিভে। ইজরায়েলের সামরিক সূত্রে খবর, তেল আভিভ ও পার্শ্ববর্তী অন্তত সাতটি জায়গায় ডজনখানেক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। ইরানের লক্ষ্য ছিল ইজ়রায়েলের সামরিক ঘাঁটিগুলি। শুক্রবার এই বিস্ফোরণের শব্দ শোনা যায় জেরুজালেম এবং তেল আভিভে।
সকালে ইজরায়েলি হামলার পরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি নরকের দরজা খুলে দেবেন ইজরায়েলের জন্য। সেই হুংকার অনুযায়ী রাত নামতেই শুরু হলো পালটা জবাব দেওয়া। ইজরায়েল যেই আবার হামলা করল সঙ্গে সঙ্গে তেল আভিভ আর জেরুজালেমকে লক্ষ্য করে ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে ব্যালেস্টিক মিসাইল। শুধু মিসাইলই না ড্রোন হামলাও চালানো হয়েছে বলে জানা গেছে। ইরান এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ট্রু প্রমিস ৩‘।
তেহরানের দাবি, ইজরায়েলের সেনাঘাঁটিগুলিই তাদের মূল লক্ষ্য। যে মিসাইল হামলা চালিয়েছে ইরান, তাতে তেল আভিভ এলাকায় কমপক্ষে ৩৪ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর। অন্যদিকে রাষ্ট্রসংঘে ইরানের দূত জানিয়েছেন, ইজরায়েলের হামলায় ৭৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩২০ জনের বেশি। ইজরায়েলি সেনাবাহিনী দাবি করেছে শুক্রবার রাতে ইরান ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েলের দিকে। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডিফ্রিন বলেন, “ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ-আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে, তার ধ্বংসাবশেষ উড়ে এসেই যা ক্ষতি হওয়ার হয়েছে। এই আক্রমণ, প্রতিআক্রমণ অনেক রাত পর্যন্ত চলতে পারে। সাধারণ মানুষের আপাতত নিরাপদ আশ্রয়েই থাকা বাঞ্ছনীয়।”
উল্লেখ্য, ইজরায়েলের হামলার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডারের, ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিরও। এছাড়াও পারমাণবিক গবেষণাকারী অন্তত ৬ জন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরান। বহু সেনাকর্মী এবং আধিকারিকেরও মৃত্যু হয়েছে ইজরায়েলি হামলায়। যদিও ইরানের হামলায় ইজরায়েলের ক্ষয়ক্ষতি এখনও সম্পূর্ণ স্পষ্ট নয়।