বর্তমানে এমআই৬-এর ‘ডিরেক্টর অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন’ পদে রয়েছেন ৪৭ বছর বয়সি মেট্রেউয়েলি। আগামী দিনগুলোতে তিনিই নেতৃত্ব দেবেন যুক্তরাজ্যের বিদেশি গোয়েন্দা সংস্থাটিকে।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- বিশ্ব জুড়ে সাইবার বিশেষজ্ঞদের গুরুত্ব যখন দ্রুত বাড়ছে, ঠিক তখনই ইতিহাস গড়ে যুক্তরাজ্যের গোপন গোয়েন্দা সংস্থা এমআই৬-এর (MI6) শীর্ষপদে প্রথমবারের মতো একজন নারীকে নিয়োগ করল ব্রিটিশ সরকার। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, এমআই৬-এর পরবর্তী প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন ব্লেইস মেট্রেউয়েলি। বর্তমানে এমআই৬-এর ‘ডিরেক্টর অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন’ পদে রয়েছেন ৪৭ বছর বয়সি মেট্রেউয়েলি। আগামী দিনগুলোতে তিনিই নেতৃত্ব দেবেন যুক্তরাজ্যের বিদেশি গোয়েন্দা সংস্থাটিকে। আধুনিক প্রযুক্তি ও গ্যাজেট নির্ভর গোয়েন্দা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সংস্থার অন্দরমহলে তাঁর ছদ্মনাম হয়ে উঠেছে “Q”—জেমস বন্ড ছবির জনপ্রিয় চরিত্র গ্যাজেট মাস্টারের নাম অনুসারে। নতুন দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে মেট্রেউয়েলি পাবেন ‘C’ কোডনেম, যা এমআই৬ প্রধানের ঐতিহ্যবাহী উপাধি। এই ‘C’ শব্দটি এসেছে সংস্থার প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন স্যার ম্যানসফিল্ড কামিং-এর নামের আদ্যাক্ষর থেকে, যিনি নিজের নাম সই করতেন শুধু একটি ‘C’ দিয়ে।
নিজের নিয়োগ প্রসঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মেট্রেউয়েলি বলেন, “আমার সংস্থার নেতৃত্ব দিতে বলা হয়েছে, এটা আমার কাছে গর্বের এবং সম্মানের বিষয়।” বর্তমান এমআই৬ প্রধান রিচার্ড মুর তার পাঁচ বছরের মেয়াদ শেষে পদত্যাগ করছেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন মেট্রেউয়েলি।
এই “ঐতিহাসিক নিয়োগ”-কে প্রধানমন্ত্রী স্টারমার বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলেন, “যুক্তরাজ্য এখন নজিরবিহীন হুমকির মুখোমুখি। কেউ আমাদের জলসীমায় গুপ্তচর জাহাজ পাঠাচ্ছে, কেউ আবার সাইবার হামলা চালিয়ে আমাদের পরিকাঠামো ভেঙে ফেলার চেষ্টা করছে।” বিশ্লেষকদের মতে, মেট্রেউয়েলির টেকনোলজিভিত্তিক পটভূমি আজকের ডিজিটাল ও সাইবার হুমকির প্রেক্ষাপটে এমআই৬-এর নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাঁর নিয়োগ কেবল একটি প্রযুক্তিঘন ঘূর্ণিতে সংস্থার রূপান্তরের ইঙ্গিতই দেয় না, বরং এটি এমআই৬-এর দীর্ঘদিনের গোপনীয়তা ও পুরুষতান্ত্রিকতার ধারণা থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা ও বৈচিত্র্যের দিকেও এক বড় পদক্ষেপ। এই নিয়োগ নিঃসন্দেহে গোয়েন্দা দুনিয়ায় এক নতুন যুগের সূচনা করল।