এই ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে—কিভাবে তারা হঠাৎ উধাও হয়ে গেল? কোনও অপরাধ চক্রের জালে কি আটকে পড়েছে তারা? শিশু পাচার, জোর করে শ্রমে নিয়োগ অথবা আরও বড় কোনও অসৎ উদ্দেশ্য রয়েছে কি এর পিছনে—তা খতিয়ে দেখছে পুলিশ
বিকাশ সেন, সাংবাদিক, দুর্গাপুর- এক অদ্ভুত ও উদ্বেগজনক ঘটনা ঘটেছে দুর্গাপুরে। গত ৭ই জুন সকালে বেনাচিতি বাজার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় চার কিশোর। নিখোঁজ চারজনই দুর্গাপুর থানার অন্তর্গত কুড়ুরিয়া ডাঙার পার্সি পাড়ার বাসিন্দা। ওই চার কিশোর—বিজু পাসি (৬), আকাশ পাসি (৮), মিলন পাসি (৯) এবং কিষান পাসি (১০)। এদিন সকাল দশটা নাগাদ একসাথে আম বিক্রি করতে গিয়েছিল বেনাচিতি বাজারে। তারপর থেকেই তাদের আর খোঁজ মিলছে না। পরিবার সূত্রে জানা গেছে, তারা আগেও বিভিন্ন মরসুমি ফল বাজারে বিক্রি করতে যেত। কিন্তু এই প্রথমবার একসাথে এমনভাবে নিখোঁজ হয়ে গেল তারা।
নিখোঁজদের দাদা কেষ্ট পাসি জানান, “আমার নিজের দুই ভাই এবং কাকার দুই ছেলে ওইদিন আম বিক্রি করতে গিয়েছিল। বেলা বারোটা পর্যন্ত তারা বাজারে ছিল বলে জেনেছি। তারপর থেকেই তাদের কোনো খোঁজ নেই। পুলিশ অনেক চেষ্টা করছে, কিন্তু এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।” নিখোঁজ কিশোরদের খোঁজে মরিয়া চেষ্টা চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ ও এ-জোন ফাঁড়ির আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে বেনাচিতি বাজার ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ। এসিপি দুর্গাপুর সুবীর রায় জানিয়েছেন, “আমরা সর্বত্র খোঁজ চালাচ্ছি। এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি, তবে আশা করছি দ্রুত তাদের সন্ধান পাওয়া যাবে।” এই ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে—কিভাবে তারা হঠাৎ উধাও হয়ে গেল? কোনও অপরাধ চক্রের জালে কি আটকে পড়েছে তারা? শিশু পাচার, জোর করে শ্রমে নিয়োগ অথবা আরও বড় কোনও অসৎ উদ্দেশ্য রয়েছে কি এর পিছনে—তা খতিয়ে দেখছে পুলিশ। হতদরিদ্র পরিবারের এই চার শিশুর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর শহরের সামাজিক পরিসরেও। দিন যত যাচ্ছে, ততই উদ্বেগ বাড়ছে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পুলিশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ—তাদের দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। এই বিষয়ে যেকোনও তথ্য থাকলে দুর্গাপুর থানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন।