পাকিস্তানে এই সময় খরিফ বা বর্ষাকালীন ফসল বোনার মরসুম। কিন্তু জলসংকটে বিপাকে পড়েছেন কৃষকরা। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ দেশটিতে বর্ষা শুরু হতে এখনও অন্তত দুই সপ্তাহ বাকি।
ইন্দাস চুক্তি স্থগিত: খরিফ চাষে সংকট, বন্যা প্রস্তুতিতেও ধাক্কা
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার পর ইন্দাস জলচুক্তি স্থগিত করেছে ভারত। এর ফলে পাকিস্তানে ইন্দাস নদী তন্ত্র থেকে আসা জলের সরবরাহ কমে গিয়েছে, যার প্রভাব পড়ছে দেশটির খরিফ চাষে। পাকিস্তানের ইন্দাস রিভার সিস্টেম অথরিটি (IRSA)-র প্রকাশিত “ডেইলি ওয়াটার সিচুয়েশন” রিপোর্ট অনুযায়ী, ১৬ জুন সিন্ধ প্রদেশে ইন্দাস নদী তন্ত্র থেকে জলের সরবরাহ হয়েছে ১.৩৩ লক্ষ কিউসেক, যেখানে গত বছর এই দিনে সরবরাহ ছিল ১.৬ লক্ষ কিউসেক— অর্থাৎ সরবরাহ কমেছে ১৬.৮৭ শতাংশ। পঞ্জাব প্রদেশেও জল কম পেয়েছে। গত বছরের তুলনায় এ বছর ওই দিন জল সরবরাহ হয়েছে ১.২৬ লক্ষ কিউসেক, যা ১.২৯ লক্ষ কিউসেকের তুলনায় ২.২৫ শতাংশ কম। পাকিস্তানে এই সময় খরিফ বা বর্ষাকালীন ফসল বোনার মরসুম। কিন্তু জলসংকটে বিপাকে পড়েছেন কৃষকরা। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ দেশটিতে বর্ষা শুরু হতে এখনও অন্তত দুই সপ্তাহ বাকি।