৭২ বছর বয়সী নবলখা, যিনি দিল্লির বাসিন্দা, ২০২০ সালের এপ্রিল মাসে গ্রেফতার হন এই মামলায়। ২০২৪ সালের মে মাসে সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। জামিনের শর্ত অনুযায়ী, তিনি বিশেষ এনআইএ আদালতের অনুমতি ছাড়া মুম্বই ছাড়তে পারবেন না।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- এলগার পরিষদ-মাওবাদী যোগ মামলায় অভিযুক্ত সমাজকর্মী গৌতম নবলখার দিল্লিতে বসবাসের আবেদন খারিজ করে দিল বিশেষ এনআইএ আদালত। বৃহস্পতিবার এই আদেশ দেন বিশেষ বিচারক চাকোর ভবিষ্কর। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, “আসামিকে আদালতের কার্যক্ষেত্রের বাইরে ভ্রমণের অনুমতি দেওয়া এক জিনিস, আর স্থায়ীভাবে সেখানে বসবাসের অনুমতি দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়।” বিচারক আরও জানান, বম্বে হাই কোর্ট তার জামিনের শর্তে এমন কোনও স্বাধীনতা দেননি। তাই এই আবেদন “অপ্রয়োজনীয়” এবং “খারিজযোগ্য” বলে মনে করেছে আদালত। ৭২ বছর বয়সী নবলখা, যিনি দিল্লির বাসিন্দা, ২০২০ সালের এপ্রিল মাসে গ্রেফতার হন এই মামলায়। ২০২৪ সালের মে মাসে সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। জামিনের শর্ত অনুযায়ী, তিনি বিশেষ এনআইএ আদালতের অনুমতি ছাড়া মুম্বই ছাড়তে পারবেন না। বর্তমানে তিনি মুম্বইয়ে নিজের সঙ্গিনীর সঙ্গে থাকছেন। আবেদনে নবলখা জানান, মুম্বইয়ে স্বাভাবিক জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে তাঁর জন্য। খাদ্য ও ভাড়ার মতো ন্যূনতম প্রয়োজন মেটানোর জন্যও আর্থিক সংকটে পড়ছেন তিনি। দিল্লিতে থাকলে কিছু রোজগারের পথ খুঁজে পেতে পারেন, যা আইনি লড়াই চালিয়ে যেতে সহায়ক হবে বলেও জানান তিনি। পাশাপাশি, দিল্লিতে অসুস্থ দিদির দেখভাল করাও তাঁর পক্ষে সম্ভব হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পুণেতে এলগার পরিষদের সভায় করা উসকানিমূলক ভাষণের জেরে পরদিন কোরেগাঁও-ভিমা যুদ্ধে স্মারক ঘিরে জাতিগত হিংসা ছড়ায় বলে অভিযোগ। প্রাথমিকভাবে পুণে পুলিশ তদন্ত করলেও পরে দায়িত্ব নেয় জাতীয় তদন্ত সংস্থা (NIA)। এই মামলায় মোট ১৬ জন সমাজকর্মীকে গ্রেফতার করা হয়েছিল, যাদের মধ্যে অধিকাংশই বর্তমানে জামিনে মুক্ত।