শুধুমাত্র ভারতীয় নাগরিকদের দ্বারা মালিকানাধীন ও নিয়ন্ত্রিত সংস্থাগুলিকেই এই প্রকল্পের জন্য বিবেচনা করা হবে। আগ্রহী প্রতিষ্ঠান একক সংস্থা, যৌথ উদ্যোগ অথবা সংস্থার কনসোর্টিয়াম হিসেবেও আবেদন করতে পারবে।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ভারতের পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট প্রকল্পে বড় পদক্ষেপ শুরু হল প্রোটোটাইপ তৈরির প্রক্রিয়া। দেশের প্রতিরক্ষা শক্তি বাড়াতে ভারতের বহু প্রতীক্ষিত পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট নির্মাণ প্রকল্পে বড়সড় অগ্রগতি হল। এই উচ্চাভিলাষী উদ্যোগের অংশ হিসেবে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (ADA) সম্প্রতি প্রোটোটাইপ তৈরির জন্য ‘এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ (EOI) আহ্বান জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে জানানো হয়েছে, উন্নত প্রযুক্তিতে নির্মিত এই যুদ্ধবিমানের পাঁচটি প্রোটোটাইপ তৈরি করা হবে। এই যুদ্ধবিমানটির নাম Advanced Medium Combat Aircraft (AMCA)। এটি হবে একটি মিডিয়াম ওয়েট, ডিপ পেনিট্রেশন ফাইটার জেট, যার মূল আকর্ষণ থাকবে উন্নত স্টেলথ প্রযুক্তি। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই বিমান ভারতীয় বায়ুসেনার আকাশ শক্তিকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে মনে করা হচ্ছে। AMCA এবং এর আগে তৈরি হওয়া Tejas লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট, ভবিষ্যতে ভারতীয় বায়ুসেনার মূল ভরসা হতে চলেছে বলে জানানো হয়েছে।
ADA-র পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র ভারতীয় নাগরিকদের দ্বারা মালিকানাধীন ও নিয়ন্ত্রিত সংস্থাগুলিকেই এই প্রকল্পের জন্য বিবেচনা করা হবে। আগ্রহী প্রতিষ্ঠান একক সংস্থা, যৌথ উদ্যোগ অথবা সংস্থার কনসোর্টিয়াম হিসেবেও আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যেসব ভারতীয় সংস্থার এরোস্পেস ও প্রতিরক্ষা খাতে পূর্ব অভিজ্ঞতা আছে এবং যারা AMCA-র নকশা ও প্রযুক্তি আত্মস্থ করতে সক্ষম, তারাই এই প্রকল্পের জন্য নির্বাচিত হবে। প্রোটোটাইপ তৈরির পাশাপাশি সংস্থাগুলিকে ভবিষ্যতে সিরিজ প্রোডাকশনের জন্য প্রয়োজনীয় উৎপাদন পরিকাঠামো গড়ে তোলার সক্ষমতাও থাকতে হবে। ADA জানিয়েছে, পুরো প্রকল্পের সময়সীমা— অর্থাৎ ডিজাইন, প্রোটোটাইপ তৈরি, উড়ান পরীক্ষা এবং সার্টিফিকেশন— আট বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। ভারত দীর্ঘদিন ধরেই এই উচ্চ প্রযুক্তিসম্পন্ন ফাইটার জেট তৈরির পরিকল্পনা করে আসছিল। দেশীয় প্রযুক্তিতে তৈরি স্টেলথ ফাইটার জেট বিশ্বমঞ্চে ভারতের আত্মনির্ভরতার শক্ত বার্তা দেবে, সেই সঙ্গে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী অধ্যায়ও সূচিত হবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এই প্রোজেক্ট সফল হলে, ভারত বিশ্বের সেই হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে অন্তর্ভূক্ত হবে, যারা নিজস্ব প্রযুক্তিতে স্টেলথ ফাইটার জেট তৈরি করতে সক্ষম।