এক সপ্তাহ ধরে একনাগাড়ে বৃষ্টির পর শনিবার সকালে সাময়িকভাবে রোদের দেখা মিলেছে শহরে। তবে স্বস্তি বেশিক্ষণ নয়। ফের একবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক- আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, আগামী ২৬ জুন পর্যন্ত দুই বঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি।
বিশেষত ২৫ জুন হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ জুন ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে।
এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। রবিবার দার্জিলিং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
তবে আপাতত তাপমাত্রায় কোনও বড় হেরফের হওয়ার সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গ— দুই জোনেই দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৮৯ শতাংশ। ফলে আপাতত ছাতা সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ।