সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে আমেদাবাদ। কেন ঘটল এত বড় দুর্ঘটনা? ইতিমধ্যেই চলছে তদন্ত। এবার কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে এয়ার ইন্ডিয়ার তিন উচ্চপদস্থ আধিকারিককে অপসারণ ডিজিসিএর।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ নিরাপত্তা সংক্রান্ত গাফিলতির অভিযোগে এবার এয়ার ইন্ডিয়ার ৩ জন আধিকারিককে অপসারণ করার নির্দেশ দিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। ২১ জুন, শনিবার এই নির্দেশ পাঠিয়েছে ডিজিসিএ। সম্প্রতি নিরাপত্তায় গাফিলতির ঘটনায় এই নির্দেশ বলে জানা গিয়েছে। ডিজিসিএ অবিলম্বে ওই তিন কর্তার বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে।
শুক্রবারই ডিজিসিএ বিলম্ব না করে তাঁদের বিরুদ্ধে অভ্যন্তরীণ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল এয়ার ইন্ডিয়াকে। তার একদিন পরই তাঁদের অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানের ক্রুদের ‘রস্টারিং’ সংক্রান্ত সমস্ত দায়িত্ব থেকে ওই তিন আধিকারিককে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক বার এই তিন আধিকারিক কর্তব্যে গাফিলতি করেছেন বলে অভিযোগ। অভিযোগ, গত কয়েক দিন ধরে তাঁরা একাধিক কাজে গাফিলতি করেছেন যার ফলে বাধ্যতামূলক লাইসেন্স ছাড়াই কাউকে বিমানে ডিউটি দেওয়া হয়েছে। আবার টানা ডিউটি করে তাঁর পর্যাপ্ত বিশ্রামটুকু পাননি। সম্প্রতি এই গাফিলতিগুলির কথা নিজে থেকেই প্রকাশ করেছে বিমান সংস্থা। তা খতিয়ে দেখে ডিজিসিএ তিন কর্তাকে চিহ্নিত করেছে এবং তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে।
সবথেকে উদ্বেগের বিষয় হল, এরকম এক গুরুতর ভুলের জন্য যারা দায়ী সেই সব ব্যক্তিদের বিরুদ্ধে তেমন কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি এতদিনে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা হলেন – চূড়া সিং (ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট), পিংকি মিত্তল (চিফ ম্যানেজার, অপারেশনস—ক্রু শিডিউলিং), এবং পায়েল অরোরা (ক্রু প্ল্যানিং)। আগামী ১০ দিনের মধ্যে বিমান সংস্থাকে একটি রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিজিসিএ। ডিজিসিএ আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই তিন আধিকারিককে সংস্থার কোনও পদে রাখা যাবে না।
অন্যদিকে জানা গেছে যে, আমেদাবাদে এই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর টাটা গোষ্ঠীর উড়ান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার হাতে থাকা সমস্ত ড্রিমলাইনার 787-8 এবং 787-9 বিমানের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিজিসিএ । প্রসঙ্গত, আমেদাবাদের বিমান দুর্ঘটনা এক পলকে ওলটপালট করে দিয়েছে সবকিছু। এক অভিশপ্ত দুপুর কেড়ে নিয়েছে 270 জনেরও বেশি মানুষের প্রাণ। এআই-171 নামটাই যেন হয়ে গিয়েছে অভিশপ্ত’! আর তাই এয়ার ইন্ডিয়া এবার সিদ্ধান্ত নিয়েছে ওই নামে কোনও উড়ান চালাবে না তারা। এরই মাঝে প্রকাশ্যে এল এই তিন আধিকারিকের অপসারণের নির্দেশের সিদ্ধান্ত।