Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • আদালতে ধাক্কা সইফ আলি খানের। সম্পত্তি মামলায় সইফের আর্জি খারিজ মধ্যপ্রদেশ হাইকোর্টে।
  • মালদা ধর্ষণকাণ্ডে তৃণমূলনেতা রফিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ।
  • ভোট পরবর্তী হিংসা মামলায় CBI-এর দায়ের করা মামলায় রাজ্যে প্রথম সাজা ঘোষণা।
  • নন্দীগ্রামের সমবায় নির্বাচনে সব আসনে জয়ী বিজেপি। ১২টি আসনেই জয়ী বিজেপি।
  • নদিয়ার সুধীর রঞ্জন লাহিড়ী কলেজে বন্ধ হলো ইউনিয়ন রুম, ঝুলল তালা।
  • কোচবিহারে তৃণমূল নেতাকে গুলির ঘটনায় বিধায়ক পুত্র-সহ ২।
  • ভারতীয় ক্রিকেট দলকে বাংলাদেশে খেলতে যেতে নিষেধ ভারত সরকারের। বাতিল হওয়ার সম্ভাবনা অগাস্টে ভারত-বাংলাদেশ সিরিজ।
  • পরিকাঠামোগত উন্নয়নের কাজ হবে খড়্গপুর-বালেশ্বর লাইনে। ১০ জুলাই সাঁতরাগাছি থেকে বাতিল একাধিক পুরীগামী ট্রেন। ২২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ট্রেনগুলি।
  • সোমবার থেকে খুলছে কসবা ল কলেজ। বন্ধ থাকবে ইউনিয়ন রুম। নির্দেশে আলিপুর আদালতের।
  • আশা করিনি তৃণমূল জমানায় নৈরাজ্য দেখতে হবে। দলের বিরুদ্ধে ক্ষুব্ধ সিদ্দিকুল্লা চৌধুরী। ১০ জুলাই আন্দোলনের হুঁশিয়ারি।
  • নদিয়ার আক্রান্ত সরকারি কলেজের অধ্যক্ষ। মারধরের অভিযোগ পঞ্চায়েত সদস্যের ভাই ও তৃণমূল কর্মীর বিরুদ্ধে।
  • এখনও অধরা তৃণমূল কাউন্সিলর বেবি কোলে। হাইকোর্টের দ্বারস্থ আক্রান্ত বাম নেতা অনিল দাস।
  • গুরুতর অসুস্থ তেলঙ্গনার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
  • তিরুপতি মন্দিরের লাড্ডুতে ভেজাল ঘি মামলায় ৩ অভিযুক্তের জামিন।
  • প্রয়াত দেশভাগের সাক্ষী রাম কৃষাণ সিং। বয়স হয়েছিল ১০২।
  • বিকাশ ভবনে বিক্ষোভকারী চাকরিহারাদের পুলিশের নোটিস। খারিজের আবেদন জানিয়ে মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের।
  • কালীগঞ্জে তামান্নার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ১। মোট গ্রেফতার ১০ জন।
  • DA-এর দাবিতে হাইকোর্টে দু’ঘন্টা কর্মবিরতি। হাইকোর্টের কর্মচারী সংগঠনের কর্মবিরতি।
  • মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন শান্তনুর। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন।
  • ট্রাম্পের সঙ্গে আলোচনার পর ইউক্রেনে আক্রমণ বৃদ্ধি পুতিনের।
  • ইউক্রেনে আক্রমণের ঝাঁজ বাড়াল রাশিয়া। ইউক্রেনে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা।
  • কসবা আবহে বাড়ল পরিচালন সমিতির মেয়াদ। ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ল।
  • দোকান বসানোকে কেন্দ্র করে বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
  • মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বাড়ছে মৃতের সংখ্যা।
  • বৈদ্যবাটিতে যুগল খুনে গ্রেফতার ২। ধৃতদের নাম অর্জুন পাসওয়ান এবং নাসিরুদ্দিন শেখ।
  • মনোজিতদের সঙ্গে নিয়ে কসবার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। কলেজের বিভিন্ন অংশের থ্রিডি ম্যাপিং-ও করা হয়।  
  • New Date 2025-7-6
  • New Time 02:09:38 AM
আবারও সাক্ষাৎ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি চাকরিহারাদের

22
June 2025

আবারও সাক্ষাৎ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি চাকরিহারাদের

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ-এর আর্জি জানিয়ে আবারও একবার মেইল ও চিঠি লিখল শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। এই চিঠিতে তাঁদের পাঁচটি দাবি তুলে ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎএর আর্জি চাকরিহারাদের।

নাজিয়া রহমান, সাংবাদিক

সুপ্রিম কোর্টের রায়ে এপ্রিলের ৩ তারিখ ২০১৬ সালের এসএসসি-র প্যানেল বাতিল হয়েছে। যার ফলে এখন চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক – শিক্ষিকা ও শিক্ষাকর্মী। সরকারের পক্ষ থেকে রিভিউ পিটিশন করা হয়েছে। কিন্তু কি তাঁদের চাকরির ভবিষ্যৎ? এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া চাকরিহারা আন্দোলনকারীরা। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে তাঁরা ফের একবার চিঠি লিখলো চাকরিহারারা । পাশাপাশি মেইলও করেছে তাঁরা। চিঠিতে চাকরিহারাদের পক্ষ থেকে লেখা হয়েছে” আমরা এসএলএসটি ২০১৬ প্যানেলের অন্তর্গত বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাI সিবিআই সহ অন্যান্য নিরপেক্ষ তদন্তকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী১৫৪০৩ জন শিক্ষক-শিক্ষিকা সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। আমরা এই গোষ্ঠীর অন্তর্গত। তারপরেও গত০৩.০৪.২০২৫ তারিখে সুপ্রিম কোর্টের রায়ে আমাদের চাকরি বাতিল হয়েছে। অথচ যে এসএসসি র দুর্নীতির কারণে আমাদের জীবন জীবিকা সংকটের সম্মুখীন, সেই এসএসসি- র হাতেই পুনরায় পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এই রায়ের পুনর্বিবেচনার জন্য আমরা সুপ্রিম কোর্টে আপিল করেছি। রাজ্য সরকার, পর্ষদ ও এসএসসি পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। এই সমস্ত বিষয়ে আমরা বারবার সরকারের সাক্ষাৎ ও সহযোগিতা চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সরকারের সহযোগিতাও সাক্ষাৎ পাই নি।” তাই আবারও একবার তাঁরা চিঠি লিখলো।

এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চিঠি লিখেও কোন কাজ না হওয়ায়, চাকরিহারাদের ৬ জন প্রতিনিধি নিজেদের দাবি ও সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানানোর ইচ্ছে নিয়ে কালীঘাটে চলে যান। কিন্তু কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ীর কাছে পৌঁছে গিয়েও কোনও ফল হয়নি।কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বৈধ অনুমতি না থাকায় সেই ৬ জন কে আটক করে কালীঘাট থানায় নিয়ে যায় পুলিশ তারপর কিছুক্ষণ পরে ছেড়ে দেয়। তারপর হকের চাকরি ফিরে পেতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে অনশনে বসেন চাকরিহারারা। চলছে তাঁদের অনশন কর্মসূচি। তার মাঝেই আবারও মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চেয়ে তাঁরা চিঠি লিখলেন। চিঠিতে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা ৫টি দাবি তুলে ধরেন। যথা-১) সুপ্রিম কোর্টে রিভিউ এর রেজাল্ট না দেখে, পরিকল্পিতভাবে নতুন পরীক্ষার ফর্ম ফিলাপ করানো যাবে না।২) যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে।৩) ওএমআর পাবলিশ করা ও আইন সঙ্গত উপায়ে রি- প্যানেলের মাধ্যমে চাকরি ফেরানোর ব্যবস্থা করা।৪) যোগ্য চাকরি হারাদের চাকরি যেকোন মূল্যে ফিরিয়ে দেওয়ার দায় রাজ্য সরকারকে নিতে হবে।৫) সুপ্রিম কোর্টের জাজমেন্টের পুনর্বিবেচনার জন্য তৎপরতা ও সক্রিয়তা দেখাতে হবে।মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের প্রার্থনা অবিলম্বে এই দাবির স্বপক্ষে তিনি যেন দেখা করেন।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics