দেবস্মিতা বিশ্বাস : ২০০২ সালে মুক্তি পেয়েছিল কাঁটালাগা রিমিক্স অ্যালবামটি , যা সেই সময়ে উঠেছিল জনপ্রিয়তার শিখরে। যেভাবে এই গানটি তখন ফিরত লোকের মুখে মুখে সেই সাথেই কাঁটালাগা গার্ল হিসাবে প্রবল জনপ্রিয় হয়ে উঠেছিলেন শেফালী জারিওয়ালা। এই ভিডিও টিতে পারফর্ম করতে দেখা গিয়েছিলো শেফালিকে। মাত্র ৪২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ২৭ শে জুন গভীর রাতে তার স্বামী পরাগ ত্যাগী সহ আরও ৩ জন মিলে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় অভিনেত্রীকে , সেখানে নিয়ে যেতেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে। খবরটি সামনে আসতে সোশ্যাল মিডিয়া জুড়ে শোক প্রকাশ করেছেন নেটিজেনরা।
মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে , শেফালী মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় থাকতেন। তার পরিবারের সদস্যরা তাকে মধ্য রাতে হাসপাতালে নিয়ে আসে আর তখনই ডাক্তাররা তার মৃত্যুর খবর জানায়। তার বাড়িতে তার দেহ পাওয়া যায় , রাত ১ টায় মুম্বাই পুলিশের কাছে এই তথ্য আসে, যার পর কুপার হাসপাতালে তার মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এখনও অবধি তার মৃত্যুর কারন পরিস্কার নয়।
শেফালির মৃত্যুর খবরটি প্রথম সামনে আনেন সাংবাদিক ভিকি লালবানী। এছাড়া শেফালির মৃত্যুর কারণ নিয়ে এখনও কোনও কিছু স্পষ্ট করে জানানো হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ বা ডাক্তারের তরফ থেকে।
২০০২ সালে তার বোল্ড মুভ ও স্টাইল দিয়ে সকলকে মোহিত করেছিলেন শেফালী জারিওয়ালা। এরপর ২০১৪ সালে পরাগ ত্যাগীর সাথে বিয়ের পর একসাথে নাচবালিয়া নামক ডান্স রিয়ালিটি শো-তেও যোগদান করেন তিনি। ২০১৯ সালে বিগবস-১৩ তে প্রতিযোগী হিসাবে এসেছিলেন শেফালী , সেটি তার টেলিভিশনে অন্যতম জনপ্রিয় কামব্যাক হিসাবে চর্চিত। বলিউডেও সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ছবি “মুঝসে শাদী কারোগি” তে ক্যামেও চরিত্রে দেখা গিয়েছিলো তাকে। পরবর্তী সময় একটি কন্নড় ছবিতেও অভিনয় করেছিলেন শেফালী।