এটি কেবল যুদ্ধের কাহিনী নয়, এটি ধর্ম আর অধর্মের লড়াই, যা যুগ যুগ ধরে মানবতাকে সত্যের পথ দেখায়। যখন অন্যায় মাত্রাতিরিক্ত হয়ে ওঠে, অধর্ম যখন সত্যকে ঢেকে রাখে, তখন জন্ম নেন এমন কেউ, যিনি শুধু যুদ্ধের জন্য নয় ,ধর্মের প্রতিষ্ঠার জন্য লড়াই করেন। এই হলো রামায়নের গাথা।
মৌসুমী সাহা, সাংবাদিক- নিতীশ তিওয়ারির পরিচালনায় নতুন করে “রামায়ন” তৈরী হতে চলেছে, যার মুল চরিত্রে অভিনয় করছেন রনবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী, রাবনের চরিত্রে যশ ও হনুমানের চরিত্রে অভিনয় করবেন সানি দেওল। এছাড়াও রয়েছেন অনান্য অভিনেতা অভিনেত্রীরা। বহু টাকা ব্যয় করে তৈরী হতে চলেছে এই ছবিটি। “রামায়নের” শুটিং সেট থেকে প্রথম বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে আর তাতেই দেখা যায় হলিউডের স্টান্ট মাষ্টার এর সাথে কাজ বুঝে নিচ্ছেন যশ, যিনি কিনা এই ছবির কো প্রডিউসার ও।
ছবিটি দুটি পর্বে মুক্তি পাবে, প্রথম পর্ব ২০২৬ এ আর দ্বিতীয় পর্বটি ২০২৭ এর কালীপুজোয় মুক্তি পাবে। সম্প্রতি ফিল্মের পরিচালকরা প্রোমো ভিডিও রিলিজ করতে চলেছেন বলে জানা গিয়েছে, এই কারণে একটি প্রোমো ভিডিও সেন্সর বোর্ড থেকে পাশ ও করানো হয়েছে। সেন্সর বোর্ড থেকে ‘U’ সার্টিফিকেট দেওয়া হয়েছে। তার মানে সব বয়সী মানুষরা এটি দেখতে পারবেন। টিজার মুক্তি পাবে খুব তারাতাড়ি এমনটাই মনে করা হচ্ছে ।
নীতেশ তিওয়ারির বলিউডে “রামায়ন “নিয়ে আসার কথা জানার পর থেকে ভক্তদের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। কবে টিজার বা পোষ্টার দেখতে পাবেন তার জ্ন্য আগ্রহ বেশী দেখা যাচ্ছে। ৩রা জুলাই সিনেমাটির প্রচার শুরু হবার কথা, আর তার সাথে সাথেই অফিসিয়াল লোগো প্রকাশ করার পরিকল্পনাও রয়েছে সিনেমাটি পরিচালন পর্ষদের। যদিও রণবীর ও সাই পল্লবীর টিজার তৈরী হয়েছে যার সময়সীমা প্রায় ৩ মিনিট।কিন্তু সেটি আপাতত প্রকাশ করা হয়নি।