বাড়ল স্নাতকে ভর্তির জন্য আবেদনের সময়। ১৫ জুলাই পর্যন্ত এবার স্নাতকে ভর্তির জন্য আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানালো শিক্ষা দফতর। পাশাপাশি শিক্ষামন্ত্রীও একথা ট্যুইট করে জানান।
নাজিয়া রহমান, সাংবাদিক- ১৮ জুন থেকে খুলে যায় স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল। তারপর থেকেই শুরু হয় স্নাতকে ভর্তির প্রক্রিয়া। পোর্টাল খুলতেই পাল্লা দিয়ে বাড়ছে স্নাতকে ভর্তির জন্য আবেদনকারীর সংখ্যা। ১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে একথা পূর্বে জানানো হলেও, এবার আবেদনের দিন বাড়ালো উচ্চশিক্ষা দফতর। ১জুলাই-এর পরিবর্তে ১৫ জুলাই পর্যন্ত করা যাবে স্নাতকে ভর্তির জন্য আবেদন। আবেদন প্রক্রিয়ার সঙ্গে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়ও বৃদ্ধি করে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই বাড়ানো হল স্নাতকে ভর্তির সময়সীমা। শিক্ষামন্ত্রী টুইট করে একথা জানান।
এখনও পর্যন্ত পোর্টালে মোট আবেদন জমা পড়েছে ১৮ লক্ষ ২৪হাজার ৯১৪ জনের। স্নাতকে ভর্তির জন্য পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন ৩ লক্ষ ২৫ হাজার ৩৪২ জন শিক্ষার্থী । এবার উল্লেখযোগ্য ভাবে ভিন রাজ্যের আবেদনকারী পড়ুয়ার সংখ্যা ক্রমশ পাল্লা দিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত সেই সংখ্যা ২৯০১ জন।উচ্চ শিক্ষা দফতর সূত্রের খবর, যে সমস্ত রাজ্য থেকে শিক্ষার্থীরা স্নাতকে ভর্তির আবেদন করেছেন সেই রাজ্যগুলি হল-বিহার, ঝাড়খণ্ড, কেরল, ওড়িশা,অন্ধ্রপ্রদেশ, কর্নাটক,অসম, মণিপুর, গুজরাত, মহারাষ্ট্র, এবং উত্তরপ্রদেশ।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমাজ মাধ্যমে জানান-“উচ্চ শিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে ২ সপ্তাহ পূর্ণ হলো। মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের সুবিধের জন্য আমরা আবেদনের সময়সীমা ১৫ জুলাই অবধি বৃদ্ধি করেছি। আজ সন্ধ্যে ৬ টা অবধি ৩,২৫,৩৪২ জন ছাত্রছাত্রী নিজেদের নথিভুক্ত করে মোট ১৮,২৪,৯১৪ টি আবেদন করেছেন। মোট নথিভূক্ত বা রেজিস্টার্ড এই ছাত্রছাত্রীদের মধ্যে ২,৯০১ জন ভিন রাজ্যের বাসিন্দা। চ্যাটবট ‘বীণা’ উত্তর দিয়েছে ৩৩,২৬৭ টি প্রশ্নের।”
চলতি বছর স্নাতকে ভর্তির জন্য আবেদনকারী ছাত্রছাত্রীদের সুবিধার্থে সহায়ক রূপে পোর্টালে উপস্থিত রয়েছে ‘বীণা’ । এআই বীণা পোর্টাল সংক্রান্ত যে কোনও প্রশ্নের উত্তর দিয়ে সহায়কের ভূমিকায় ইতিমধ্যেই হিট। এই চ্যাটবট ‘বীণা’ -র সহায়তায় পড়ুয়াদের সমস্ত তথ্যও জানা যাচ্ছে। সেই ‘বীণা’ চ্যাটবটের সহায়তায় জানা গেছে, এই এআই চ্যাটবট ‘বীণা’ এখনও পর্যন্ত উত্তর দিয়েছে ৩৩,২৬৭ টি প্রশ্নের। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই এআই পদ্ধতি ছাত্র ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে এক বিশেষ সহায়কের ভূমিকা পালন করছে। প্রসঙ্গত, ১অগস্ট থেকে শুরু হবে প্রথম বর্ষের প্রথম সেমেস্টারের ক্লাস। তারপর বাকী থাকা আসনের ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২ অগস্ট থেকে।