কসবা কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবার রাসবিহারী থেকে কসবা অবধি বিজেপি যুব মোর্চার মিছিলে শামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল থেকে তিনি জানালেন প্রয়োজন হলে প্রতিবাদ করে গুলি খেতেও তিনি রাজি আছেন।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: কসবায় ল কলেজে তরুণীকে ধর্ষণকাণ্ডে ক্রমশ বাড়ছে প্রতিবাদের ঝাঁজ। গত সপ্তাহেই এই কসবা চলো অভিযানের ডাক দিয়েছিলেন শুভেন্দু। এদিন পুরো মিছিলেই হাঁটতে দেখা গেল তাকে। মিছিলে ছিলেন যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ, শঙ্কুদেব পণ্ডা, অর্জুন সিং, শর্বরী মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।
এদিন এই মিছিলে ঝাঁটা হাতে শামিল হতে দেখা গেল দলের মহিলা কর্মীদের, মনোজিতের ছবি হাতে ধিক্কার লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছিলেন যুব মোর্চার কর্মী-সমর্থকরাও। ‘কন্যা বাঁচাও’ স্লোগান তুলে সেই মিছিল এগিয়ে চলল সাউথ ক্যালকাটা ল’কলেজের দিকে। বৃষ্টি মাথায় নিয়েই মিছিলে শামিল হওয়া নিয়ে শুভেন্দু বলেন, “বাংলার প্রচুর বোন কাঁদছে। আমাদের কাছে ভেজাটা কোনও ব্যাপার নয়। যত বৃষ্টি হবে তত তাড়াতাড়ি মমতার বিদায় হবে। সব চলেছে। অভয়ার চোখ থেকে রক্ত বেরিয়েছে। বৃষ্টিতে ভেজা কোনও ব্যাপার নাকি ! গুলি খেতে রাজি আছি আমরা।”
শুভেন্দু বলেন, ”বাঙালি হিসেবে অন্য রাজ্যে গিয়ে পরিচয় দিতে লজ্জা বোধ হয়। এই রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অনেক অপরাধ হয়”। সমাবেশ থেকে শুভেন্দু বক্তব্য রাখতে গিয়ে আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রসঙ্গও তোলেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন কোন মতেই বিজেপি চুপ থাকবে না। যতদূর যেভাবে প্রতিবাদ করতে হয় সেভাবেই করবে।
এরপর এক গুচ্ছ কর্মসূচীর ঘোষণা করেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন ২১ সে জুলাই বিজেপি উত্তরবঙ্গে আমরা ‘উত্তর কন্যা অভিযান’ করবে। ৫ তারিখে পানিহাটিতে উল্টো রথে যাওয়ার ঘোষণাও করেন। ৯ আগস্ট, তিলোত্তমার বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে, কোনরকম রাজনৈতিক পতাকা বিহীন হবে এই অভিযান। সব মিলিয়ে কসবাকাণ্ডে যে বিজেপি এবার লাগাতার পথে থাকবে তা এক প্রকার স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী।