একুশ জুলাই শহীদ সমাবেশের প্রস্তুতি সভা হবে। সেই সভাস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। দেখানো হলো কালো পতাকা।
কৌশিক চক্রবর্তী, পুর্ব বর্ধমান– নিজের বিধানসভা এলাকায় নিজেরই দলের কর্মিদের বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী। একুশে জুলাই এর প্রস্তুতি সভার আগে সভাস্থল পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। কালো পতাকা, ঝাঁটা হাতে গো ব্যাক স্লোগান দেওয়া হলো মন্ত্রী কে উদ্দেশ্য করে। এমনকি তাঁকে চিটিংবাজ, ধাপ্পাবাজ বলেও কটাক্ষ করা হয়। এদিন সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর বিধানসভার মালডাঙ্গা এলাকায়।
এদিন সিদ্দিকুল্লা চৌধুরী এলাকায় পৌঁছালে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। এক বিক্ষোভকারী বলেন, “স্বাধীনতার পর এই প্রথমবার আমরা মন্তেশ্বরবাসী একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছিলাম। কিন্তু তিনি আসলে তোলাবাজ, ধান্দাবাজ লোক। চার বছর পর আজকে তিনি দালালি করতে এসেছেন।”
এদিকে এই ঘটনা নিয়ে মন্ত্রীর অভিযোগ দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের দিকে। তিনি বলেন,” এরা দল করে না। এদেরকে ভাড়া করা হয়েছে। আসলে তৃণমূল কংগ্রেস কে ধ্বংস করতে চাইছে। আখের গুছিয়ে নিয়েছে। দল কারো স্থায়ী সম্পদ নয়, দল হলো জনগনের। যারা এসেছেন তাদের আমি কখনও দল করতে দেখি নি, বুথেও বসতে দেখিনি কোনোদিন। নেতারা লেলিয়ে দিয়েছেন পয়সা দিয়ে।” এরপরেই মারাত্মক অভিযোগ করে মন্ত্রী বলেন, “আমি ভয় করছি মাওবাদীরা এর সুযোগ নিয়ে দলের কোনো ক্ষতি করবে কি না !” পুলিশি নিস্ক্রিয়তা নিয়েও অভিযোগ করেন তিনি। বিষয়টি তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও জানিয়েছেন বলে জানান মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সেই সঙ্গে তিনি এটাও বলেন যে আগামি দিনে তিনি এখানেই সভা করবেন।