কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে ক্রমাগত ভুয়ো ও মিথ্যা তথ্য পরিবেশনের মধ্য দিয়ে সমাজে বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে কঠোর কেন্দ্রিয় আইন প্রণয়নের দাবি জানিয়েই এই চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমে ভুয়ো, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়ানোর ঘটনা বেড়েই চলেছে। এরফলে একদিকে যেমন কোথাও কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে, তেমনি সামাজিক বিভাজনের পথও প্রশস্ত হচ্ছে, যা একটি সুষ্ঠু সমাজের উন্নয়নের পরিপন্থী। ফলে বাড়তে থাকা এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেই কেন্দ্রিয় মন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অমিত শাহ কে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, সামাজিক মাধ্যমে যেভাবে বিকৃত, মিথ্যা এবং মনগড়া তথ্য ছড়ানো হচ্ছে তা শুধু মানুষের মনে বিভ্রান্তি তৈরি করছে না বরং রাজ্য ও দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কেও বিঘ্নিত করছে। মুখ্যমন্ত্রী আরো লিখেছেন, সোশ্যাল মিডিয়ার এই ধরনের ব্যবহারের জেরে রাজ্যের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সাম্প্রতিক সময় দেখা গেছে যে উস্কানিমূলক বয়ান, বিভ্রান্তিকর খবর এবং ভুয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, যা সমাজের কিছু অংশে অপরাধ প্রবণতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এই ধরনের ভুল তথ্য অনেক সময় সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি করতে পারে যা সমাজে শান্তি ও সম্প্রীতি নষ্ট করে। এই ধরনের সাইবার অপরাধের জটিলতা ও ক্ষতিকর প্রভাব দিন দিন বেড়েই চলেছে। এই ধরনের অপরাধ বিভিন্ন প্রতিষ্ঠান এবং অনেক সময় ব্যক্তির উপরেও গভীরভাবে প্রভাব ফেলছে।
এই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, কঠোর আইনি ব্যবস্থার প্রয়োজন যা উস্কানিমূলক বা অপরাধমূলক কোন বিষয়বস্তু প্রচারের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ হিসেবে কাজ করতে পারে। বর্তমানে এই ধরনের সাইবার অপরাধের ক্ষেত্রে যে আইনত ও কার্যকর প্রয়োগের প্রক্রিয়া রয়েছে তা আরো শক্তিশালী করা প্রয়োজন বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।