কলেজে ছাত্র সংসদ নেই, তবু খোলা ইউনিয়ন রুম! হাইকোর্টের নির্দেশ—বন্ধ করতে হবে সব কলেজের ইউনিয়ন রুম।
ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক- কসবা ল’কলেজের ছাত্রী নির্যাতনের ঘটনায় উত্তাল রাজ্য। সেই ঘটনাকে কেন্দ্র করে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই মামলার শুনানিতে বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দিয়েছেন।
উচ্চ শিক্ষা দপ্তরকে নোটিস পাঠিয়ে জানানো হয়েছে, রাজ্যের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যতদিন না ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে, ততদিন পর্যন্ত ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, ওই রুমগুলিকে কোনও রিক্রিয়েশনাল বা আনুষঙ্গিক কাজের জন্য ব্যবহার করা যাবে না। কোনও জরুরি প্রয়োজন পড়লে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি নিয়ে তবেই ব্যবহার করা যাবে ইউনিয়ন রুম।
মামলাকারী সায়ন বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, “RTI জবাবে উচ্চ শিক্ষা দপ্তর জানিয়েছে, রাজ্যের একটিও কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। কোথাও স্টুডেন্ট কাউন্সিল নেই। তা হলে ইউনিয়ন রুম খোলা কেন থাকবে?” তাঁর অভিযোগ, “এই ইউনিয়ন রুমগুলি বছরের পর বছর ধরে অপব্যবহারের জায়গা হয়ে উঠেছে। দক্ষিণ কলকাতার একটি ল কলেজে তো ছাত্রীকে গণধর্ষণের ঘটনাও ঘটেছে ঠিক ইউনিয়ন রুমের মধ্যেই।”
এর আগে একাধিক মামলায় রাজ্যের কলেজ-ইউনিভার্সিটিগুলিতে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল আদালত। কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত ছাত্র নির্বাচন শুরু করেনি। হাই কোর্টের এ দিনের নির্দেশিকাকে তাই নজিরবিহীন বলেই মনে করছে শিক্ষামহল।