শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে উড়িষ্যার বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হতে হচ্ছে এরাজ্যের বাসিন্দাদের। নিত্যদিন ঘটে যাওয়া এই ঘটনা অবিলম্বে বন্ধের কথা জানিয়ে উড়িষ্যার মুখ্যসচিবকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থ।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- বাংলাভাষীদের হেনস্থা রোধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন। উড়িষ্যার মুখ্যসচিব আইএএস মনোজ আহুজাকে চিঠি দিয়ে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আইএএস মনোজ পন্থ। সাম্প্রতিক সময়ে উড়িষ্যার বিভিন্ন জায়গায় শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে হেনস্থার শিকার হতে হয়েছে এরাজ্যের বেশকিছু বাসিন্দাদের। ক্রমাগত বেড়ে চলা এই ঘটনায় রাস টানার জন্য যাতে সেখানকার প্রশাসন সচেষ্ট হয়, মুখ্যসচিবের চিঠিতে তেমন বার্তাই দেওয়া হয়েছে।
উড়িষ্যার মুখ্যসচিব কে লেখা চিঠিতে মনোজ পন্থ জানিয়েছেন, পারাদীপ থেকে শুরু করে জগৎসিংপুর, ভদ্রক, কটক, বালেশ্বর, কেন্দ্রাপাড়া, মালকানগিরি প্রভৃতি জায়গায় বাংলা ভাষায় কথা বলার জন্য এরাজ্যের বাসিন্দাদের অনেকেই হেনস্থা করা হচ্ছে। এদের কেউ পরিযায়ী শ্রমিক, কেউ রিক্সা চালক, কেউ বা আবার দীর্ঘদিন ধরেই ওই রাজ্যে বসবাস করছেন। কিন্তু শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্যই তাদেরকে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। চিঠিতে মনোজ পন্থ এটাও লিখেছেন যে, এই মানুষগুলো তাদের নিজেদের সব রকম আইনি নথি যেমন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড প্রভৃতি দেখালেও ছাড় পাচ্ছেন না। বাংলাদেশি তকমা দিয়ে তাদের ‘পুশব্যাক’ করার হুমকি দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এইসব মানুষদের বিষয়ে বিস্তারিত সরকারি তথ্য দেওয়ার পরেও তাদের হেনস্থা কমছে না।
উড়িষ্যার মুখ্যসচিবকে লেখা চিঠিতে মনোজ পন্থ জানিয়েছেন, এই ধরনের ঘটনা বন্ধ হওয়া উচিৎ। ভারতীয় নাগরিক হওয়া সত্বেও শুধুমাত্র ভাষার কারণে ও বাঙালি হওয়ার কারণে যে হেনস্থা করা হচ্ছে সেগুলো বন্ধ করা উচিৎ। এই বিষয়ে যথোপযুক্ত ও মানবিক পদক্ষেপ গ্রহণ করার জন্য উড়িষ্যার মুখ্যসচিবকে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থ।