পরীক্ষা হওয়া দু’মাস পার হয়ে গেলেও, কবে প্রকাশিত হবে রাজ্য জয়েন্টের ফল, জানা নেই বোর্ডের। ওবিসি সংরক্ষণ বিষয়টি আদালতে বিচারাধীন। এই ওবিসি জটে আটকে রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যানের বক্তব্য, “পদ্ধতিগতভাবে আমরা সম্পূর্ণ প্রস্তুত , শুধুমাত্র নীতিগত নির্দেশের অপেক্ষায় আছি ।”
নাজিয়া রহমান, সাংবাদিক- ওবিসি জটে আটকে রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ। চলতি বছর জয়েন্ট হয় এপ্রিল মাসের ২৭ তারিখ। দুমাস পেরিয়ে গেলেও এখনও হল না জয়েন্টের ফলপ্রকাশ। গতবছর ৬জুন জয়েন্টের ফলপ্রকাশ হয়। এবার জুন মাসের ৫ তারিখ জয়েন্টের ফলপ্রকাশ করা হবে বলে প্রস্তুতি নিয়েছিল বোর্ড। তবে ওবিসি সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন হয়ে পড়ায় তা জয়েন্টের ফলপ্রকাশের পথে বাধার সৃষ্টি করছে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান,”সংরক্ষণ বিষয়টি এখন বিচারাধীন আছে, এই অবস্থায় যেরকম নির্দেশ পাব সেই ভাবেই ফলাফল প্রকাশ করব। পদ্ধতিগতভাবে আমরা সম্পূর্ণ প্রস্তুত , শুধুমাত্র নীতিগত নির্দেশের অপেক্ষায় আছি ।” চলতি বছর জয়েন্টে এক লক্ষেরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় বসে।শুধুমাত্র রাজ্য নয়, রাজ্যের বাইরে থেকে পরীক্ষার্থীরা আসেন। কড়া নিরাপত্তা ও নজরদারিতে পরীক্ষা সম্পন্ন হয়।
এই প্রবেশিকায় সফল হলে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং নয় এর সঙ্গে আরো অনেক বিষয় পড়তে পারেন ছাত্রছাত্রীরা। যেমন,কৃষিবিদ্যা, ফার্মাসি, আর্কিটেকচার ইত্যাদি বিষয়ে ভর্তির সুযোগ পান ছাত্রছাত্রীরা। এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যা পড়ার সুযোগ পান বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। ২০২৫ সালে প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রী এই প্রবেশিকায় বসেন। ইতিমধ্যেই সর্বভারতীয় জেইই মেইন, জেইই অ্যাডভান্সড এর ফলপ্রকাশিত হয়েছে। কিন্তু ফলপ্রকাশ না হওয়ায় চিন্তায় রাজ্যের সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। তাঁদের আশঙ্কা ফলপ্রকাশে এতটা দেরি হওয়ায় বাইরে পড়ুয়া ভর্তি নিয়ে পড়তে চলে যেতে পারে, যার ফলে খালি থেকে যেতে পারে ইঞ্জিনিয়ারিং এর আসন সংখ্যা।
মূলত,জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অঙ্ক, ফিজ়িক্স এবং কেমিস্ট্রি মূলত এই তিনটি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। আগের বছরের মতো এবারও বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে অঙ্কের পরীক্ষা ছিল। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ফিজ়িক্স ও কেমিস্ট্রির পরীক্ষা হয়। প্রায় রাজ্য ও রাজ্যের বাইরে মিলিয়ে প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রী পরীক্ষায় বসে।প্রসঙ্গত, ইতিমধ্যেই জইই অ্যাডভান্স, জেইই মেনস সহ একাধিক সর্বভারতীয় স্তরের প্রবেশিকার ফলপ্রকাশিত হয়ে গেছে। ২৭ এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়। জয়েন্ট বোর্ডের বক্তব্য, ফলপ্রকাশের সব আয়োজন সম্পন্ন হয়ে গেছে। শুধুমাত্র আদালতের ওবিসি সংক্রান্ত রায়ের অপেক্ষায় রয়েছেন বোর্ড কর্তারা।