যে বিল নিয়ে এককালের বন্ধু এলন মাস্কের সঙ্গে ক্রমাগত বিবাদে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প, অবশেষে মার্কিন মুলুকে পাশ হয়েছে সেই বিল। এবার তাতে সই করলেন ট্রাম্প।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ বৃহস্পতিবার মাত্র চার ভোটের ব্যবধানে মার্কিন কংগ্রেসে পাশ হয়েছিল ট্রাম্পের স্বপ্নের এবং বহু প্রতীক্ষিত এই বিলটি। একদিন পর তা পরিণত হল আইনে। বিলে ট্রাম্পের স্বাক্ষরকে কেন্দ্র করে শুক্রবার ওয়াশিংটনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত হয়েছিলেন ট্রাম্পের বহু সমর্থক। এমনকী বিলটির সমর্থনে সেনাবাহিনীর তরফে সামরিক বিমান মহড়ারও আয়োজন করা হয়েছিল। ধুমধাম করে সেই বিলে সই করলেন তিনি এর ফলে সেই বিল পরিণত হল আইনে।
আমেরিকার সেনাবাহিনী মাথার উপরে একাধিক সামরিক বিমান চালিয়ে নতুন আইনের প্রতি সমর্থন জানিয়েছে। এই আইনের মাধ্যমে মার্কিন সরকার খরচে বিপুল কাটছাঁট করতে চলেছে। শুধু তাই নয়, এই আইনের দ্বারা বদলাতে চলেছে দেশের অভ্যন্তরীণ কর ব্যবস্থাও। আইনটিকে বলা হচ্ছে ‘কর এবং খরচ কাটছাঁটের আইন’। যদিও ট্রাম্পের কাছে এই বিল বিগ বিউটিফুল কিন্তু আমেরিকার বহু নাগরিকই সেই কথা স্বীকার করছেন না কারণ তাঁদের মনে তৈরি হয়েছে নতুন ভয়, কারণ এই আইনের দ্বারা স্বাস্থ্য বিমা হারাতে পারেন অনেক নাগরিক।
এই বিলের মাধ্যমে নাগরিকদের স্বাস্থ্য বিমার জন্য যে খরচ সরকার করে থাকে, তাতে কাটছাঁট করা হতে পারে বলেই আশঙ্কা। ২০১৭ সালে যে কর ছাড় ট্রাম্প চালু করেছিলেন, এই আইনের মাধ্যমে সেই সিদ্ধান্ত স্থায়ী হল। অনেকের মতে, এই বিলটি কার্যকর হলে আমেরিকার ঋণের অঙ্ক বাড়বে, ধাক্কা খাবে জনকল্যাণমুখী প্রকল্পগুলিও। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের আরও মত, নাগরিকদের স্বাস্থ্য বিমার জন্য ট্রাম্প সরকার যে খরচ করে, সেই বরাদ্দতেও কাটছাঁট করা হবে। ফলে স্বাস্থ্য বিমার সুবিধা হারাতে পারেন নাগরিকদের একটা বড় অংশ তাই এই বিল পাশ করাতে সমস্যার সম্মুখীন হতে পারেন ট্রাম্প এই আশঙ্কাও করা হচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের হয়ে লড়তে নামেন মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসন। রিপাবলিকানদের বুঝিয়ে বিলের পক্ষে ভোট দিতে রাজি করান তিনি। ২১৮-২১৪ ভোটে মার্কিন কংগ্রেসে পাশ হয় ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’।
এ ছাড়া, আমেরিকা থেকে অভিবাসীদের সরানোর যে অভিযান ট্রাম্প চালু করেছেন, নতুন আইনের মাধ্যমে সেই অভিযান চালিয়ে নিয়ে যাওয়ায় আরও সুবিধা হবে বলে মত বিশেষজ্ঞদের। হাউস অফ রিপ্রেজেন্টিটিভসে ২১৮-২১৪ ভোটে এই বিল পাশ হয়েছে।