অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গাওয়া, কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘ধূমকেতু’ সিনেমার প্রথম রোমান্টিক ট্র্যাক সদ্য প্রকাশ্যে এসেছে।কেমন হলো এই গান?
চক্রযুদ্ধ ঘোষ, সাংবাদিক – অবশেষে চলে এসেছে বহু প্রতিক্ষিত এই গান টি যা নিয়ে প্রচুর কৌতূহল ছিল ভক্তদের মধ্যে। এই গানটির চিত্রায়ন খুবই সুন্দর হয়েছে। পাহাড়ে দেব এবং শুভশ্রীর জুটি বেশ ভালোই মানিয়ে গেছে। কিছু জিনিস নিয়ে দর্শক দের মনে আপত্তি রয়ে যাবেই। এই ফিল্মটি আজ থেকে দশ বছর আগে শুট করা হয়েছিল। তখন এরকম ওয়ান লোকেশন রোমান্টিক গান বানানো হতো যেটিতে নায়ক নায়িকাকে লিপ সিংক করতে দেখা যেতো। আজকাল কার দিনে ২০২৫ সালে এরকম লিপ সিংক গান প্রায় বিরল হয়ে গেছে। এই ব্যাপার টা বাদ দিলে গানটির মধ্যে ফ্রেশনেস আছে। একটু কমেডির টাচ আছে গানটি তে যেটি মজাদার।
গানটির সুর বেশ মিষ্টি। ঠিক এরকম গান আমরা ১০ বছর আগে শুনতে পেতাম। গানটির মধ্যে সেরকম কিছু নতুন নেই কিন্তু বেশ কয়েকবার শুনলে গানটি খারাপ লাগে না। আসলে এরকম গান লাস্ট ১০ বছরে এই দুই তারকা সিঙ্গার অনেক গেয়ে নিয়েছে আর দেব কেও এর থেকে অনেক বেটার রোমান্টিক গানে লিপ মেলাতে দেখা গেছে। গানের কথা গুলি বেশ সুন্দর এবং মানানসই। আশা করছি এরকম গান বা এর থেকে ভালো কিছু গান আমরা এই ফিল্মের অ্যালবাম থেকে পাবো।
ধূমকেতু খুবই ভারী কম্পিটিশনের সাথে মুক্তি পাচ্ছে। ১৪ই আগস্ট ওয়ার ২ এবং কুলি মুক্তি পাচ্ছে অনেক গুলি পর্দায় এবং অনেক গুলি শোএর সাথে। এর মধ্যেই দেখতে হবে কতজন দেব এবং শুভশ্রীর জুটি (সম্ভবত শেষ বারের মতন) দেখতে ভিড় করবে কিনা।