মহরমে ব্যস্ত ছিলেন স্বামী। মধ্যরাতে তাঁকে খুঁজতেই বেরিয়েছিলেন আর তার কিছুক্ষণের মধ্যে বাড়ির খুব কাছ থেকেই উদ্ধার হল স্ত্রীর মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মহেশতলায়।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ মহেশতলার পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের নারায়ণতলা এলাকায় এক মহিলা নার্সের রহস্যজনক মৃত্যু। রবিবার থেকেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার হয় মহিলার মৃতদেহ। তাঁর নাম শিল্পী বিবি। মৃত্যুর কারণ নিয়ে প্রথমে ধোঁয়াশা থাকলেও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ওই মহিলাকে খুন করা হয়েছে। এখনও পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা না হলেও তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই নিহতের স্বামী এবং এক প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
ঘটনার দিন তাঁর স্বামী বাইরে ছিলেন, রাত দু’টো নাগাদ স্বামীকে খুঁজতে বের হন শিল্পী বিবি। এরপর কখন, কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। অচৈতন্য অবস্থায় শিল্পী বিবিকে তাঁর বাড়ির সামনের একটি গলি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। যে বাড়ির সামনে থেকে শিল্পীর দেহ উদ্ধার করা হয়েছে, সেই বাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেহটি দেখেই মহেশতলা থানায় খবর দেওয়া হয়। মহেশতলা থানার পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
মহিলার স্বামীর দাবি তাঁর সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক ভালো ছিল। তাঁদের মধ্যে কোন অশান্তি ছিল না। একই কথা বলছেন পাড়া প্রতিবেশী এবং বাড়ির সদস্যরাও। কিন্তু কে ফোন করেছিল তাঁকে অত রাতে? নাকি তিনি নিজেই কাউকে ফোন করেছিলেন? নিজেই বাড়ি থেকে বেড়িয়েছিলেন? তদন্তকারীদের একাংশের অনুমান, স্বামীর সম্পর্কে মিথ্যা কথা বলে কেউ ফাঁদ পেতেছিলেন। সেই ফাঁদে পা দিয়েই খুন হয়েছেন শিল্পী। কারণ স্বামীকে ফোন করে তিনি জানতে চান তিনি কারোর সঙ্গে ঝামেলা করেছেন কিনা? এবং তারপরেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।
শিল্পীর ভাই শেখ সাহাবুদ্দিন জানিয়েছেন, শনিবার রাতে দিদির শ্বশুরবাড়ির লোকজন তাঁদের ফোন করেছিলেন। ফোন করে তাঁরা জানান যে, কারও একটা ফোন পেয়ে শিল্পী বাড়ি থেকে বেরিয়েছেন। ফোনে শিল্পীকে বলা হয়েছে, তাঁর স্বামী নাসির আলিকে কেউ বা কারা মারধর করেছেন। কিন্তু স্বামী তাঁকে ফোনে জানান, সে রকম কিছুই ঘটেনি। তার পরেও নাসির ঘরে না ফেরায় তাঁকে খুঁজতে বেরিয়েছেন শিল্পী।
ইতিমধ্যেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা গেছে যে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে ওই নার্সকে। কিন্তু কে বা কারা পেশায় নার্স ৩৪ বছরের শিল্পী বিবিকে খুন করল? কেন খুন করল? এই নিয়ে ধন্দে পুলিশও। মৃতার স্বামীর অভিযোগ, কেউ তাঁর স্ত্রীকে মেরে ফেলেছে যদিও স্বামীও সন্দেহের ঊর্ধ্বে নন।