এসএসসি-র মাধ্যমে শিক্ষক নিয়োগে দাগি ও অযোগ্য প্রার্থীদের কোনওভাবেই সুযোগ দেওয়া যাবে না। সাফ জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে কোর্ট।
ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবোর্ট- এস এস সি নিয়োগ মামলায় সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর রায়ে স্পষ্ট করেন, শিক্ষক নিয়োগে দাগি ও অযোগ্য প্রার্থীদের কোনওভাবেই সুযোগ দেওয়া যাবে না। সেই সঙ্গে এসএসসি কর্তৃক ৩০ মে জারি করা বিজ্ঞপ্তিকে সামনে রেখেই নিয়োগ প্রক্রিয়া চলবে, তবে দাগি ও অযোগ্যদের বাদ দিয়ে।
স্মরণ করিয়ে দিই, সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। অভিযোগ ওঠে, ওই বিজ্ঞপ্তি শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করছে। এই ভিত্তিতে মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে।
মামলাকারীদের বক্তব্য, প্রায় ৪৪ হাজার শূন্যপদের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা অবৈধ। কারণ, ২০১৬ সালের ‘সিলেকশন’ প্রক্রিয়া সেই বছরের নিয়োগ বিধি অনুযায়ী হওয়ার কথা। অথচ, নতুন বিজ্ঞপ্তিতে তা মানা হয়নি। এমনকি, বয়সের ছাড় দেওয়ার ক্ষেত্রেও শীর্ষ আদালতের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ।
হাই কোর্টে রাজ্য ও এসএসসি জানায়, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে, চিহ্নিত অযোগ্য প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এই যুক্তিতে সন্তুষ্ট না হয়ে বিচারপতি ভট্টাচার্য কড়া ভাষায় বলেন, “কমিশনের কাছ থেকে এমন ব্যাখ্যা কাম্য নয়।”
ফলে হাই কোর্ট নির্দেশ দেয়, দাগি বা অযোগ্যদের বাদ দিয়েই ৩০ মে-র বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ প্রক্রিয়া চলবে। বিজ্ঞপ্তির অন্য কোনও অংশে আদালত হস্তক্ষেপ করেনি।