এবারের শীতে আলিপুর চিড়িয়াখানায় পশুপ্রেমীদের জন্য থাকছে বিশেষ কিছু চমক। চিড়িয়াখানা গেলে পশুপ্রেমীদের সাক্ষাৎ হতে পারে আফ্রিকান জেব্রার সঙ্গে। সূত্রের খবর,দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশের একটি বন্যপ্রাণী পার্ক থেকে আলিপুরে আনা হবে ছয়টি জেব্রা। এই নিয়ে চূড়ান্ত আলোচনাও হয়ে গেছে।
নাজিয়া রহমান, সাংবাদিক- ভাবনাচিন্তা ছিল ইজরায়েলের জেব্রা আনার। কিন্তু এখনো অব্যাহত গাজার সঙ্গে ইজরায়েলের যুদ্ধ। অন্যদিকে ইজরায়েল ও ইরানের যুদ্ধে ইরানের কাছে প্রত্যাঘাত খেয়ে এখনও ছন্দে ফিরতে পারেননি ইজরায়েল। তাই ইজরায়েলকে বাদ দিয়ে, দক্ষিণ আফ্রিকা থেকে জেব্রা আনার সিদ্ধান্ত নেয় আলিপুর চিড়িয়াখানা। উল্লেখ্য,২০১০ সালে ইসরাইল থেকে চারটি জেব্রা হয়েছিল আলিপুর চিড়িয়াখানায়। তাদেরই বংশধরদের মধ্যে বর্তমানে আলিপুরে তিনটি স্ত্রী ও একটি পুরুষ জেব্রা রয়েছে। এছাড়াও নিউটাউন হরিণালয়-সহ বিভিন্ন চিড়িয়াখানার রয়েছে ইজরায়েল থেকে আনা জেব্রাদের বংশধরেরা। জেব্রার সংখ্যা বাড়াতে চায় আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাই বাইরে থেকে জেব্রা এনে প্রজনন করিয়ে জেব্রার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই নাইলের দেশ থেকে উন্নতমানের জেব্রা আনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে ভাবা হয় ২০১০ সালের মতই ইজরায়েল থেকে জেব্রা আনার কথা। কিন্তু ইজরায়েলের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হচ্ছে জেব্রা।
দক্ষিণ আফ্রিকা থেকে আনা হচ্ছে সাদা-কালো ডোরাকাটা ছটি জেব্রা। সূত্রের খবর,দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশের একটি বন্যপ্রাণী পার্ক থেকে আলিপুরে আনা হবে ছয়টি জেব্রা। এই নিয়ে চূড়ান্ত আলোচনাও হয়ে গেছে। তবে তাদের পেতে সময় লাগবে বলে জানা গেছে। দক্ষিণ আফ্রিকার জেব্রার কিছু সাধারণ বৈশিষ্ট্য হল, এই দেশের জেব্রার দেহে উল্লম্ব কালো এবং সাদা ডোরাকাটা নকশা। প্রতিটি জেব্রার ডোরাকাটা দাগ একটি অনন্য নকশা তৈরি করে, যা তাদের শনাক্ত করতে সাহায্য করে। আফ্রিকাতে দুই ধরনের জেব্রা দেখা যায় পার্বত্য ও সমভূমির জেব্রা।পর্বতের জেব্রা আকারে ছোট হয় আর সমভূমি জেব্রা আকারে প্রায় ২-৩ মিটার লম্বা এবং কাঁধ পর্যন্ত ১.২৫-১.৫ মিটার উঁচু হতে পারে। ওজনও এদের ৩০০ কেজি পর্যন্ত হতে পারে। এছাড়া আফ্রিকার জেব্রার একটি বিশেষ লক্ষ্মণ হল,এদের ঘাড়ে খাড়া কেশর থাকে এবং লেজের ডগায় লোমের ঝালর থাকে। অর্থাৎ আফ্রিকার জেব্রা পশুপ্রেমিদের মন কাড়বে সে কথা বলা যেতেই পারে।
শুধু জেব্রা নয়। আরও বেশ কিছু পশু আলিপুর চিড়িয়াখানায় আনার কথা ভাবা হচ্ছে। একাধিক নয়া অতিথি নিয়ে আসার একটা তালিকাও তৈরি করা হয়েঋে বলে জানা গেছে। তার মধ্যে এই মাসেই সবুজ অ্যানাকোন্ডা আনা হবে চিড়িয়াখানায়। এছাড়া মধ্যপ্রদেশ থেকে নিয়ে আনা হচ্ছে আফ্রিকান সিংহ। শীতের মরশুমে আফ্রিকান সিংহ চলে আসতে পারে বলে আশাবাদী আলিপুর কর্তৃপক্ষ। অর্থাৎ এবছর থেকেই পশুপ্রেমিদের জন্য একের পর এক চমক আপেক্ষা করছে।