গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে অঝোর ধারায় বৃষ্টিপাত চলছে। কলকাতা সহ একাধিক জেলায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এর জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত। সকালে অফিসযাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়ারা ব্যাপক দুর্ভোগে পড়েছেন।
ষষ্ঠী চট্টোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ- আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী শনিবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। ইতিমধ্যেই কলকাতার বহু রাস্তায় জল জমেছে, যার ফলে কয়েকটি রাস্তায় রয়েছে যানজটের আশঙ্কা। গঙ্গার জলস্তরও ক্রমেই বাড়ছে। আজ বেলা ১১টা ৫৫ মিনিট নাগাদ গঙ্গার জলস্তর থাকবে ১৬.৫ ফুট অর্থাৎ প্রায় ৫.০৩ মিটার। এই পরিস্থিতিতে আজ সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গঙ্গার ধারের সমস্ত লকগেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে।
আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।
তবে স্বস্তির খবর, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে। এই সময় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। যদিও দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর।
কলকাতায় আজ সারাদিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সঙ্গে থাকবে দমকা হাওয়া, যার গতিবেগ থাকতে পারে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায়।
সবমিলিয়ে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার পরিবর্তন ক্রমেই দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে। সতর্ক থাকতে বলছে প্রশাসন।