“সন অফ সরদার ২” এর “পহেলা তু” গানটি সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন ফেলেছে। কিন্তু ঠিক কী কারণে আলোড়ন ফেলেছে শুনলে অবাক হবেন।
মৌসুমী সাহা, সাংবাদিক, “সন অফ সরদার ২” এর নতুন ট্র্যাক “পহেলা তু” মুক্তি পেয়েছে। গানটি গেয়েছেন বিশাল মিশ্র আর নৃত্য পরিচালনায় গণেশ আচারিয়া। গানের সঙ্গে এক অদ্ভূত নৃত্য শৈলী রয়েছে যা গানটি প্রকাশের পর থেকে তুমুল আলোড়ন ফেলেছে। অজয় দেবগন এবং মৃণাল ঠাকুরের দৃশ্যায়ন এ “পহেলা তু ” গানটি অদ্ভূত নাচের স্টাইল, যা মিম এবং রসিকতার খোরাক হয়ে উঠেছে। ঝড় উঠেছে মন্তব্যের।
গানটির মিউজিক ভিডিওটি কবর স্থানে তৈরি যেখানে অজয়, মৃনালকে একসাথে দেখা যায়। যখন তারা চুমু খেতে যায় তখন কবর থেকে ভুতেরা উঠে আসতে শুরু করে এবং মানুষে পরিণত হয়। যদিও ভালবাসার অনুভূতি রয়েছে এই গানটিতে। মূলত গ্রামাঞ্চলে শ্যুটিং করা হয়েছে এই গানটির।
কেউ কেউ বলছেন অজয় দেবগন নতুন নতুন উপায় খুঁজে বার করেছেন মানুষের মনোরঞ্জন এর। অজয় এবং মৃণালকে কবরস্থানের মাঝখানে নাচতে এবং রোমান্স করতে দেখা গেছে। অনেকেরই মনে জিজ্ঞাসা যে কেনো তারা কবরস্থানে নাচছেন? আবার অনেকেই বলছেন অজয়ের সাথে বিশাল এর কণ্ঠস্বর একেবারেই বেমানান, তারা তির্যক মন্তব্য করেছেন যে আজকালকার সুরকাররা এখন ভাবেন না যে ঠিক কোনটা মানানসই। যা নিয়েও বহু আলোচনা হয়েছে সমাজ মাধ্যমে।
বিজয় কুমার অরোরা পরিচালিত “সন অফ সরদার ২”, ২০১২ সালের ছবি “সন অফ সরদার” এর সিক্যুয়াল। অজয় দেবগন এবং মৃণাল ঠাকুর ছাড়াও অভিনয় করেছেন রবি কিসান এবং সঞ্জয় মিশ্র, দীপক ডোব্রিয়াল, নিরু বাজওয়া, চাঙ্কি পান্ডে সহ অনেকে। ছবিটি ২৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।