এই নিয়ে দ্বিতীয় বার ব্রিকস ভুক্ত দেশগুলির ওপর ১০ শতাংশ হারে অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ব্রাজিলে তখনই ব্রিকসের সঙ্গে থাকা দেশগুলির ওপর ১০ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেছিলেন ট্রাম্প। এবার আরও একবার সেই হুমকি দিলেন তিনি।
এই নিয়ে দ্বিতীয় বার হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিলেন ওয়াশিংটন এই সমস্ত দেশ গুলির ওপর খুব শীঘ্রই ১০ শতাংশ শুল্ক চাপাতে চলেছে। হোয়াইট হাউস থেকেই ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ”ব্রিকসে যারা রয়েছে তাদের উপর শিগগিরি ১০ শতাংশ শুল্ক চাপানো হবে।” এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন স্বার্থের ক্ষেত্রে ব্রিকসকে তিনি বড় বিপদ বলে মনে করছেন। তাই এবার সরাসরি শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিলেন তিনি। উল্লেখ্য, ব্রিকস গোষ্ঠীর সদস্য দেশগুলির মধ্যে রয়েছে ভারতও।
ট্রাম্পের সাফ দাবি, ব্রিকস তৈরি হয়েছে আমেরিকার ক্ষতি করার উদ্দেশ্য নিয়েই কিন্তু সেই উদ্দেশ্য সফল হতে দেবেন না তিনি। এই আবহে ভারতকেও অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক দিতে হবে বলে স্পষ্ট করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার অভিযোগ করেছেন যে ব্রিকসের মূল লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি সাধন এবং ডলারের ‘দাম কমানোর। ফলে ট্রাম্প জানিয়েছিলেন আমেরিকার ক্ষতিসাধন যে বা যারা চাইবে তাদের ফল ভুগতে হবে।
এই প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, তিনি বলেন, ‘‘যে সমস্ত দেশ ব্রিকসে আছে অতি অবশ্যই তাদের ১০ শতাংশ শুল্ক দিতে হবে। আমাদের ক্ষতি করা, ডলারের অবক্ষয় ঘটানোর জন্য ব্রিকস্ তৈরি হয়েছিল।’’ এর পরেই মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ‘‘যদি ব্রিকস্ সদস্যেরা সেই খেলা খেলতে চায়, আমিও খেলতে প্রস্তুত!’’ তাঁর সাফ বার্তা, ‘‘কেউ যদি ডলারের চ্যালেঞ্জ করতে চায়, তবে তাদের মূল্য চোকাতে হবে।’’
ট্রাম্পের যুক্তি, “ওরা আসলে চাইছে ডলারকে গুরুত্বহীন করে অন্য কোনও দেশের মুদ্রাকে সেই জায়গাটা দিতে। কিন্তু আপনি স্মার্ট প্রেসিডেন্ট হলে সেই মান নষ্ট হতে দেবেন না। আর আগের প্রেসিডেন্টের মতো বোকা হলে দেবেন। আর আপনি যদি বিশ্বজুড়ে ডলারের মান হারিয়ে ফেলেন সেটা বিশ্বযুদ্ধে হারার সামিল। আমরা সেটা হতে দিতে পারি না।”
তাই সব মিলিয়ে ট্রাম্পের যে ব্রিকস ক্রোধ ক্রমাগত্ বাড়ছে তা স্পষ্ট। এর পাশাপাশি ভারতের ওপরেও যে এই অতিরিক্ত করের বোঝা চাপল এর পর ভারতের অবস্থান কি হয় সেটাই দেখার