ছবির মুক্তির এখনও দেড় বছর বাকি। এখন শুধু টিজার মুক্তি পেয়েছে। আর সেই টিজার ই কামিয়ে নিয়েছে হাজার কোটি। ভগবান রামের এমনই মাহাত্ম্য।
চক্রযুদ্ধ ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ- “রামায়ণ” ছবিটির জমকালো প্রযোজনা, তারকাখচিত অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি এবং মনোমুগ্ধকর দৃশ্যায়নের মাধ্যমে বিনোদন জগতে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটির প্রথম লুক টিজার প্রকাশ করা হয়েছে, যেখানে রণবীর কাপুরকে ভগবান রামের চরিত্রে, সাই পল্লবীকে সীতার চরিত্রে এবং যশকে রাবণের চরিত্রে অভিনয় করেছেন। টিজারটি উল্লেখযোগ্য আলোচনার জন্ম দিয়েছে, ভক্তরা অত্যাশ্চর্য দৃশ্য এবং অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের প্রশংসা করেছেন।
এই গুজবটিও রটেছে যে নমিতা মালহোত্রা, যিনি এই ফিল্মের প্রোডিউসার, এবং DNEG-এর সিইও, এই ফিল্ম টির টিজার বেরোনোর পর তার কোম্পানির ১০০০ কোটির লাভ হয়েছে। তাদের শেয়ারের দাম বেড়ে গেছে এবং বলা হচ্ছে যে এই ফিল্মের অভিনেতা রণবীর কাপুর ও তাদের শেয়ার কিনেছেন। ছবিটিতে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, হনুমানের চরিত্রে সানি দেওল, শূর্পনখা চরিত্রে রাকুল প্রীত সিং এবং লক্ষণের চরিত্রে রবি দুবে সহ বেশ কিছু চিত্তাকর্ষক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন। ছবিটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি এবং প্রযোজনা করেছেন নমিত মালহোত্রা।
ছবিটি দুটি ভাগে মুক্তি পাওয়ার কথা রয়েছে: ২০২৬ সালের দীপাবলিতে প্রথম পর্ব এবং ২০২৭ সালের দীপাবলিতে দ্বিতীয় পর্ব। ১৬০০ কোটি টাকার বিশাল বাজেটের এই মহাকাব্যিক কাহিনীকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রযোজনা দল অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এর প্রথম পর্বের জন্যে ব্যয় করা হয়েছে ৮৩৫ কোটি এবং দ্বিতীয় পর্বের জন্যে ৯০০ কোটির ব্যয় করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, ছবিটির দৃশ্য এবং অ্যাকশন দৃশ্য আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, যা এটিকে এ যাবৎ নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি করে তুলেছে।
ভক্ত এবং সমালোচক উভয়ই ছবিটির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, অনেকেই। রামায়ণ মুক্তির এখনো দেড় বছর দেরি আছে আর এখন থেকেই এই অবস্থা! সর্বক্ষন শিরোনামে এই ফিল্মটি। এখনো অনেক কাজ বাকি ফিল্মটির পোস্ট প্রোডাকশনে। শুটিং পুরো শেষ হয়ে গেছে ফিল্মটির। সময় বলবে এই ফিল্মটির মান কেমন হবে। আপাতত এই টিজার দেখে দর্শক আবেগে আপ্লুত।