শনিদেবের কৃপার লক্ষণগুলি নিয়ে এখানে আলোচনা করা হলো।
প্রবীর মুখার্জী, নিজস্ব প্রতিনিধিঃ- এ বছর ডিসেম্বর পর্যন্ত শনিদেব কুম্ভ রাশিতে থাকবেন। কুম্ভ রাশিকে ভগবান শনির প্রিয় রাশি বলে মনে করা হয়। তাই এটি অন্যান্য রাশির চিহ্নগুলিকে উপকৃত করতে পারে। আর্থিক দিক শক্তিশালী হবে। সম্পদ বৃদ্ধি পাবে। শিক্ষা, চাকরি ও ব্যবসায় অগ্রগতি হবে। কী কী সেই চারটি রাশি, চলুন জেনে নেওয়া যাক।
মেষ রাশির জাতকরা এ বছর অনেক বেশি আত্মবিশ্বাস অর্জন করবেন। তাদের জন্য উপার্জনের অনেক সুযোগ থাকবে। সারা বছর বন্ধুদের সহযোগিতা পাবেন। তাই সংকটের সময়ে তারা শক্তিশালী থাকবে। সেই সঙ্গে এ বছর ভ্রমণের যোগ দেখা যাবে।বাড়িতে ধর্মীয় কাজ হতে পারে। সঙ্গীর সাথে সর্বোচ্চ সময় কাটান। আর্থিক অবস্থা মজবুত থাকবে। আপনি একটি নতুন কাজ শুরু করার কথা ভাবতে পারেন।
বৃষ রাশিএই রাশির জাতক জাতিকারা অনেক আত্মবিশ্বাস দেখাবেন। কর্মক্ষেত্রে কাজ বাড়বে এবং পদোন্নতির সম্ভাবনা বাড়তে পারে। ব্যবসা বাড়তে পারে। সারা বছর বাবার সহযোগিতা পাওয়া যাবে। সম্পদের যোগফল দেখা যাচ্ছে। আর্থিক দিক শক্তিশালী হবে। নতুন কোনো কাজ শুরু করতে পারেন।
মিথুন রাশি এই রাশির জাতক জাতিকারা প্রচুর আত্মবিশ্বাস দেখাবে। এটি কর্মক্ষেত্রে অগ্রগতি দেখাবে। ব্যবসায় বৃদ্ধি পাবে। পরিবারে ধর্মীয় কাজ হতে পারে। যারা চাকরি বা ব্যবসা করছেন তাদের জন্য এই বছরটি ভালো যাবে। পরিবারের লোকজনের সহযোগিতা ভালো থাকবে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই বছরটি সৌভাগ্যের হতে পারে। সুবিধা সব জায়গায় পাওয়া যাবে।
সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের বাড়িতে ধর্মীয় কাজ হতে পারে। বন্ধুর সাহায্যে আর্থিক উন্নতি হবে। স্বাস্থ্য সমস্যা দূর হবে। আপনি মানসিক শান্তি পাবেন। আপনি আর্থিকভাবে সক্ষম হবেন। দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে।
এক কথায় বলা যেতে পারে, যদি দেখেন আপনার বন্ধু বা আত্মীয় বা পরিচিত কেউ হঠাৎ করেই খুব কর্মব্যস্ত হয়ে পড়ছে। খুব অ্যাক্টিভ হয়ে উঠছে। অসৎ উপায় নয়, বরং সৎভাবেই অর্থোপার্জন করে চলেছে। সকলের সঙ্গে সুব্যবহার সৎআচরণ করছে। বুঝবেন তার ওপর শনিদেবের কৃপা বর্ষিত হচ্ছে। যদি দেখেন হঠাৎ করেই কেউ বিরাট টাকা রোজগার করে ফেলেছে। যার উৎস কেউ জানে না। মন্দিরে গিয়ে হয়তো বা মাথা ঠুকছেন ঠিকই। কিন্তু, মানুষকে মানুষ বলে গন্য করছে না। কোনও বিদ্বেষ নয়, জেনে রাখবেন সেই ব্যক্তির এখন গ্রহের চরম দশা চলছে, অচিরেই সে শাস্তি পাবে। অতএব সৎভাবে জীবন যাপন করুন। কর্ম করলে আপনিই ফল মিলবে । বলেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ।