শ্রাবণেই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন। কয়েকটি রাশির ওপর দেবগুরুর আশীর্বাদ ঝরে পড়বে। আপনি আছেন কি তার মধ্যে ! চলুন দেখে নিই।
প্রবীর মুখার্জী, নিজস্ব প্রতিনিধিঃ- দেবগুরুকে বলা হয় জ্ঞানের গ্রহ। শনিদেবকে যেমন বলা হয়ে থাকে ন্যায়ের গ্রহ। তেমনই জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে জ্ঞানের কারক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বৃহস্পতি মানেই লক্ষ্মীবার। অর্থাৎ প্রতি বৃহস্পতিবার আমরা বাড়িতে গৃহস্থেরা লক্ষ্ণীদেবীর পুজো করে থাকি। কিন্তু, শুধুমাত্র লক্ষ্মীদেবীর পুজো করলেই তো হয় না। কারণ, নারায়ণ ছাড়া মা লক্ষ্ণী সেখানে কীভাবে ভক্তের পুজো গ্রহণ করবেন ! আপনারা নিজেরাই লক্ষ্য করলে দেখতে পাবেন, বাড়িতে লক্ষ্মীদেবীর পুজোর সময় পুরোহিত মশাই নারায়ণশিলাকে সঙ্গে করে নিয়ে আসেন। বাড়িতে যখন নিজেদের মতো করে এয়োস্ত্রীরা মা লক্ষ্মীর পুজো করেন, তখনও নারায়ণ বা ভগবান বিষ্ণুর পুজো করতে ভোলেন না। এমনিতেই প্রতি বৃহস্পতিবার বাড়িতে আর কিছু না হোক, দেখবেন স্নান করে শুদ্ধবস্ত্র পরিধান করে বাড়ির মা-বৌয়েরা লক্ষ্মীর ছবিতে বা মূর্তিতে ফুল চন্দন লেপন করে লক্ষ্মীর পাঁচালি পাঠ করেন। সঙ্গে বিষ্ণু বা নারায়ণের নামও স্মরণ করে থাকেন। ধূপ-দীপ জ্বালিয়ে সন্ধ্যাতেও কেউ শঙ্খ বাজিয়ে মা লক্ষ্মীকে আবাহন করে থাকেন। এটা বাঙালী জীবনের অঙ্গ। গ্রাম-বাংলাতো বটেই এমনকি শহুরে বাঙালিরাও সপ্তাহে এইদিনটি পালন করে থাকেন নিজেদের মতো করে। অনেকেই নিরামীষ আহারও গ্রহণ করে থাকেন এই দিন। কেউ তো আবার উপবাসে থেকে দিনটি পালন করে থাকেন। আসলে এই দিনে শুদ্ধাচারে পুজো-পাঠ করলে লক্ষ্মী-জনার্দন তো বটেই এমনকি স্বয়ং দেবগুরু বৃহস্পতিও প্রসন্ন হয়ে থাকেন। বৃহস্পতির আশীর্বাদে সম্মান-যশ-সৌভাগ্য বৃদ্ধি পায়। সামনেই শ্রাবণ মাস আসছে। এই মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়ায় দেবগুরু নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন। ফলে কয়েকটি রাশির জীবনে আসবে টাকার বৃষ্টি। পূরণ হবে তাদের স্বপ্ন। দেখে নেওয়া যাক কোন্ কোন্ রাশির ওপর দেবগুরুর কৃপা বর্ষণ হতে চলেছে।
বৃষ রাশি– এখন দেবগুরু মিথুন রাশিতে রয়েছেন। ব্যবসায় উন্নতি কেউ আটকাতে পারবে না। সম্মান-প্রতিপত্তি বৃদ্ধির যোগ রয়েছে। সোনার ব্যবসায়ীদের কাছে সময়টা দারুণ হতে চলেছে। চাকরিজীবীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়। সরকারি চাকুরে যারা অথবা যারা ব্যাঙ্কিং সেক্টরে রয়েছেন। তাদের প্রভূত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কর্মে পদোন্নতি তো বটেই। তবে ভিন রাজ্যেও বদলি অসম্ভব নয়। আইন নিয়ে যারা কাজ করে থাকেন তাদেরও ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে। বড়ো কোনও মামলায় হাত দিতে পারেন। শত্রুপক্ষকে বশে আনতে সক্ষম হবেন এই রাশির জাতক-জাতিকারা। আপনার জীবনে দেবগুরুর আশীর্বাদ ঝরে পড়বে। যার ফলে সৎপথে থেকে সমৃদ্ধশালী হয়ে উঠবেন আপনি।
কর্কট রাশি– দেবগুরুর এই নক্ষত্র পরিবর্তনের সঙ্গে সঙ্গেই এই রাশির জাতক-জাতিকারাও সুফল পেতে চলেছেন। কর্মস্থলে যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। আর্থিক উন্নতি হবে। সামাজিক সম্মান লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। সঞ্চয় করতে সফল হবেন। মিতব্যয়ী হয়ে উঠবেন আপনি। ধর্মে মতি আসবে আপনার। একই সঙ্গে সেবামূলক কোনও কাজের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। আপনার খ্যাতি-নাম-যশ বৃদ্ধি পাবে। জীবনে প্রয়োজনীয় অর্থের অভাব ঘটবে না এই রাশির জাতক-জাতিকাদের। পৈতৃক সম্পত্তি লাভ করতে পারবেন এই সময়ে। লেখালেখির পেশাতে যারা রয়েছেন, তাদেরও বিরাট সাফল্যের সুযোগ রয়েছে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনে।
উপসংহারে একটিই কথা, আত্মতুষ্টিতে না ভুগে কর্মে ব্রতী হোন। সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন আপনি। শুধু ধৈর্য ধরে অধ্যাবসায়ই আপনার সাফল্যের চাবিকাঠি। সৎপথ অবলম্বন করুন।