Date : 2024-04-30

ভোটের রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত রাণাঘাট

ওয়েব ডেস্ক: চতুর্থ দফা ভোটগ্রহণের পর দিনই রণক্ষেত্র রাণাঘাট। সোমবারের ভোটের পরে নদীয়ার রাণাঘাট থানার আইসতলায় বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সংঘর্ষের অভিযোগ ওঠে। ঘটনায় আহত হয় ৫ জন। তাদের রাণাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃণমূল কর্মীদের অভিযোগ, সোমবার রাতে নাকি তাদের এক কর্মী- সমর্থক শম্ভু ঘোষের বাড়িতে হামলা চালায় বিজেপি। শুধু তাই নয় তার ১৪ বছরের ছেলে তুহিন ঘোষকেও মারধর করে তারা। যদিও তৃণমূলের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবী করেছে বিজেপি। তারা আবার পাল্টা অভিযোগ করে তৃণমূলের বিরুদ্ধে।

তৃণমূল নাকি বিজেপি পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যদের বাড়িতে ভাঙচুর করে। ভাঙচুর করা হয় গাড়িও। এমন কী বাদ দেয়নি মহিলাদেরও। এই ঘটনার জেরেই এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামলানোর জন্য এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী।

ঘটনার জেরে দুই দলের তরফ থেকেই রানাঘাট থানায় অভিযোগ দায়ের হয়। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।