ওয়েব ডেস্ক: রাজ্যজুড়ে এখন তোলপাড়। জেলায় জেলায় স্থানীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে হাজার হাজার অজ্ঞাত টাকা। কোথা থেকে আসছে এই টাকা, কে-ই বা প্রেরক কিছুই জানেন না অ্যাকাউন্ট হোল্ডাররা। তবে কানাঘুঁষো শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি এই টাকার প্রেরক। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ২ নং পঞ্চায়েত সমিতি এলাকার শিবলুন, বেলুন, তলাড়ি সেনপাড়া, অম্বলগ্রাম, নবগ্রাম ছাড়াও অন্যান্য গ্রামের বাসিন্দাদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এই বেনামি টাকা। কেতুগ্রামের সঙ্গে গঙ্গাকুটিরের বাসিন্দারাও এই টাকা পেয়েছেন বলে তাঁদের দাবি। দুই গ্রাম মিলিয়ে মোট ৪০০ জন হোল্ডার ইতিমধ্যেই এই টাকা পেয়েছেন। প্রত্যেকের অ্যাকাউন্টেই কমবেশি ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ঢুকেছে। টাকার হদিশ বলতে শুধুমাত্র উল্লেখ রয়েছে AIC থেকে টাকা ক্রেডিট হয়েছে । সম্ভবত এগ্রিকালচার ইনসিওরেন্স কম্পানি হতে পারে বলে অনেকে মনে করছেন। অন্যদিকে, অনেকের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি মত বিদেশের কালো টাকা উদ্ধার করে তাঁদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছেন। আবার একাংশের দাবি, এই টাকা কৃষি বিমার। এক সময়ে যাঁরা আবেদন করেছিলেন তাঁরাই পাচ্ছেন টাকা। তবে জানা গিয়েছে, যাদের এক ছটাক জমিজমা নেই তারাও এই অজ্ঞাত টাকা পেয়েছেন। এমনকি অনেক পড়ুয়াদের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে বলে খবর। তবে কে এই টাকার প্রেরক তা এখনও স্পষ্ট নয়। যদিও এই প্রশ্ন দূরে রেখে ব্যাঙ্কে ব্যাঙ্কে ভিড় জমিয়েছেন গ্রাহকরা।