সুচারু মিত্র, সাংবাদিক : একেবারে মরিচঝাঁপিতে গিয়ে হাজির হলেন বিজেপি নেতা । দেবজিৎ সরকার সহ একাধিক রাজ্য নেতৃত্ব, ১৯৭৯ সালে ৩১ শে জানুয়ারি বাম আমলে যে নারকীয় হত্যার ঘটনা ঘটেছিল তাতে শহিদ হয়েছিলেন বেশ কয়েকজন সেই ঘটনাকে মনে রেখে আজ তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানায় বিজেপি নেতারা। গত বছরেই কর্মসূচি করা হয়েছিল বিজেপির তরফে, এবারও ভোটকে সামনে […]
নজরে উদ্বাস্তু ভোট, ঘটা করে মরিচঝাঁপি দিবস পালন বিজেপির।
