Date : 2021-09-18

বাড়িতে বসেই ভাইফোঁটা নিলেন সিধু….

ওয়েব ডেস্ক: গড়িয়ায় নিজের বাড়িতে তিন দিদির কাছে ফোঁটা নিলেন সঙ্গীত শিল্পী সিধু। সারাদিনই বাড়িতেই স্বজনের সঙ্গে কাটিয়েছেন তিনি। খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়েছিল বাড়িতেই। দুই দিদি নিরামিষ খেয়ে পালন করেন ভাইফোঁটা আবার একবোনের পছন্দ আমিষ। তাই দু রকম ব্যাবস্থাই ছিল তাঁর বাড়িতে।