Date : 2021-09-18

সেকি! শেষে “ড্রিম গার্ল” রূপে গায়ে শাড়ি জড়িয়ে দেখা মিলল আয়ুষ্মান খুরানার!…

ওয়েব ডেস্ক: পোশাকের নিজস্ব কোনো লিঙ্গ নেই। তবে হ্যাঁ, প্রতিটা মানুষই কোন পোশাক কার পরা উচিত নিয়ে, একটি লিঙ্গবিভক্ততা করে নিয়েছেন। সেই কারণবশতই হঠাৎই যদি কোনো সিনেমার নায়ক হাজির হয় গায়ে শাড়ি জড়িয়ে একদম “ড্রিম গার্ল” বেশে, তবে তা সবার চমকানোর কারণই হয়ে দাঁড়ায়। সোমবার আয়ুষ্মান খুরানা ঠিক এমনই একটি কান্ড করে অবাক করলেন সবাইকে। সোমবার নিজের নতুন ছবি “ড্রিম গার্ল”এর ট্রেলার লঞ্চে দেখা গেল তাঁকে। তবে এমন একটি বেশে আয়ুষ্মান কিন্তু বেশ স্বচ্ছল। তাকে দেখে সবাই অবাক হয়ে হাসাহাসি করলেও তাঁকে কিন্তু বড্ড প্রাণচ্ছল একটি মনোভাবেই দেখা গেল। কিছু ঘন্টা আগেই মুক্তি পেয়েছে “ড্রিম গার্ল”এর ট্রেলার। ট্রেলারেগল্পের যেটুকু ছোঁয়া পাওয়া যাচ্ছে, তাতে বেশ বোঝা যাচ্ছে যে, আয়ুষ্মান ভিকি ডোনার, অন্ধাধুন, বাধাই হো, শুভ মঙ্গল সাধান, আর্টিক্যল ১৫ এর সুর ধরেই বরাবরের মতো এগোচ্ছেন একটি হটকে স্ক্রিপ্টের দিকেই। ছবির ট্রেলারে দেখা মিলল পূজারূপি আয়ুষ্মানের। অর্থাৎ যে এই পূজা নামে মেয়েদের গলা করে কথা বলছে বিভিন্ন মানুষের সঙ্গে। এদিকে যাত্রাতে অভিনয়ও করছে কখনও সীতারূপে, কখনও আবার দৌপদিরূপে। সবাই আয়ুষ্মান থুড়ি পূজার প্রেমে পাগল। এদিকে আয়ুষ্মান পাগল তার প্রেমীকার প্রেমে। শেষ পর্যন্ত কী হবে তার জন্য অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরের ১৩ তারিখ পর্যন্ত। দেখে নিন “ড্রিম গার্ল”এর ট্রেলার।