Date : 2024-04-26

“মা বুঝি কৈলাসে চৈলাছেন” রইল বিদায়ের কয়েক ঝলক…

ওয়েব ডেস্ক: দেখতে দেখতে কখন কেটে গেল পাঁচ, পাঁচটা দিন। আজ বিজয়া দশমী।বিষাদের সুর আকাশে বাতাসে। সকাল থেকেই গঙ্গার ঘাটে ঘাটে শুরু হয়ে গেছে বিসর্জনের প্রস্তুতি। দেখে নিন তার কয়েক ঝলক….

ছোট বারোয়ারি থেকে শুরু করে বাড়ির পুজোর ঠাকুর আজই বিসর্জন দেওয়া হবে।

সেই উপলক্ষ্যে বাবুঘাট সহ রাজ্যের সমস্ত ঘাটগুলিতে সকাল থেকেই রয়েছে কড়া নিরাপত্তা।

উত্তর কলকাতার শতাব্দী প্রাচীন সার্বজনীন দুর্গোৎসব বাগবাজার সার্বজনীন পুজো মণ্ডপে সকাল থেকেই লম্বা লাইন শুরু হয়েছে মা্কে বরণ করে নেওয়ার জন্য।

দেখে নিন বাগবাজারে সিঁদুর খেলার কয়েক ঝলক।