Date : 2024-03-29

অবশেষে চারহাত এক হল লিঙ্গান্তর জুটি তিস্তা ও দীপনের, দেখে নিন বিয়ের কিছু এক্সক্লুসিভ ছবি…

ওয়েব ডেস্ক: ভালোবাসতে গেলে অপ্রয়োজনিয় কোনও লিঙ্গ পরিচয়। দুটো মানুষ একে অপরকে ভালোবেসে একসঙ্গে সুখে আছে কিনা সেটাই বেশি গুরুত্বপূর্ণ। তিস্তা ও দীপনের গল্পটা অনেকটা একরমই। দুজনেই রপান্তরকামী। আজ সোমবার, সাতপাকে বাধা পড়তে চলেছেন তাঁরা। এরকম বিবাহ এই রাজ্যে প্রথম। কবি, বুটিক শিল্পী, সমাজকর্মী সুশান্তর “তিস্তা” হয়ে ওঠার পথটা সোজা ছিল না। বছর ১৫ আগে এই লিঙ্গ বদলের এই অস্ত্রোপচার। অসমের বাসিন্দা দীপান্নিতার জীবনেও নারী শরীরে পুরুষসত্বা মুক্তির পথ খুঁজছিল। বছর তিনেক আগে পিচয় হয় এই দুজনের। আগরপাড়ায় লিঙ্গান্তর সংক্রান্ত মুশকিল আসান সংস্থা চালান তিস্তা। সেখানেই দেখা দুজনের। ‘‘ভালবাসা আসলে লিঙ্গ নয়, দু’টি মনের ব্যাপার,’’ সম-উপলব্ধি তিস্তা ও দীপনের। ২০১৮ সালে সমকামিতার আইন পাশ হলেও, তা ফুল মার্কস এখনও পায়নি সাধারণ মানুষের মনে। তিস্তার মা এই সম্পর্ক মেনে নিয়েছেন, তবে দীপনের মা-বাবা কোনওরকমভাবেই তাদের বিয়ের ব্যপারে জড়াচ্ছেন না। বিয়ের পরে গড়িয়ায় বরের ভাড়ার ফ্ল্যাটেই আপাতত থাকতে চলেছে নবদম্পতি।