Date : 2021-09-18

বিষাদের সুর ভবানীপুরের মল্লিক বাড়িতে, মণ্ডপে ধুনচি নাচলেন সায়ন্তনী…

উৎসবে শেষে মনখারাপ করিয়ে উপস্থিত বিজয়া দশমীর সকাল।ভাবানীপুরের মল্লিক বাড়িতে বরণের আয়োজন।

শেষ বেলায় বাড়ির পুজোয় উপস্থিত আছেন রঞ্জিত মল্লিক। মহিলাদের সঙ্গে সিঁদুর খেললেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

বরণের শেষেই শুরু হবে বিসর্জনের প্রস্তুতি।রীতি মেনে ঠাকুর দালান থেকে বাঁশের দোলায় করে ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হবে মাতৃপ্রতিমা।

এদিকে সকাল সকাল লাল পার সাদা শাড়িতে সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী সায়ন্তনী।

উৎসবের শেষ দিনে আনন্দে গা ভাসালেন পাড়ার মেয়ে,বউদের সঙ্গে।

সিঁদুর খেলার শেষে ধুনচি নাচে উৎসবের আনন্দে শেষ বেলায় সাধারণ মানুষের সঙ্গে সম্মেলিত হলেন অভিনেত্রী।