Date : 2024-04-20

সিরিয়ালের ‘রাণী মা’র সরস্বতী বন্দনা, ছবি দেখুন R Plus News-এ….

ওয়েব ডেস্ক: সামনেই বোর্ডের পরীক্ষা।সিরিয়াল শ্যুটিং-এর মাঝে কিভাবে সালাচ্ছেন পরীক্ষার প্রস্তুতি কিভাবে সামলাচ্ছেন রাণী রাসমণি? সেই খোঁজ নিতেই দ্বিতিপ্রিয়ার বাড়িতে উপস্থিত হল আর প্লাস নিউজ।

লাল হলুদ শাড়ি আর ছোট্ট টিপে সিরিয়ালের রাসমণি আজ একদম আলাদা চেহারায়। কথায় অভিনেত্রী জানালেন, তিথি মেনে এবার সরস্বতী পুজো দুদিনের। শত ব্যাস্তর মাঝেও তাই এই দুদিন একটু আনন্দ করে নেওয়ার সময়। বই খাতা থেকে দূরে কাটানোর সুযোগ দুটো দিন।

দ্বিতিপ্রিয়া জানালেন, স্কুলে ২২ শ্রাবনের উৎসব পালন হয় বড় করে। সরস্বতী পুজো হয় না। বাড়ির পুজো সামলে স্কুলের পুজোয় যাওয়া হয় না। পুজোর আনন্দ বাড়িতে তাই খাওয়া দাওয়ার ঢালাও আয়োজন হয়েছে।

সকাল বিকেল দুবেলাই খাওয়া দাওয়া রয়েছে বাড়িতেই। ছানার ডালনা, ফুলকপির রেস্ট, এঁচোড়ের তরকারি, চাটনি সহ জিভে জল আনা নিরামিষ পদের মেনু রয়েছে দুপুরে।

গরফায় পুজারিণী ঘোষের বাড়িতে পৌঁছে গেল আর প্লাস নিউজ, কি বললেন অভিনেত্রী।

ছোট থেকেই সরস্বতী পুজো একটা নস্টালজিয়া। পড়াশুনো থেকে ছুটি, সাজগোজ আর বন্ধুদের সঙ্গে আড্ডার দারুন দিন সরস্বতী পুজো।

সকালে লুচি -আলুর দম, ফুলকপি চালের ঘন্ট আর খিচুরি দিয়েই পুজারিনীর বাড়িতে শুরু বসন্ত পঞ্চমীর খাওয়া দাওয়া ।

শুধু তাই নয়, স্কুল লাইফে ভেঙে যাওয়া প্রথম প্রেমপত্র পাওয়ার কথাও শোনালেন অভিনেত্রী।