Date : 2021-09-18

দেখে নিন শাহরুখ খানের ঘরণীর সাজানো বাড়ি “মন্নত”এর অন্দরমহলের চিত্র…

ওয়েব ডেস্ক: সেলেবদের বাড়ির ভিতরটা কেমন? এই কৌতুহল হয়নি এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। বলিউড সেলেবদের মধ্যে সবথেকে যার বাড়ি দেখার ভিড় জমে তা হল শাহরুখ খানের। শাহরুখের বাড়ি “মন্নত”এর সামনে তাঁর ভক্তদের ভিড় থাকে সর্বক্ষণ। মেরিন ড্রাইভের সামনে পাহাড়ি রাস্তার উপরে ওই রাজবাড়ি সমান বাড়িটির প্রতিটি কোণা কে সাজিয়েছেন জানেন? তিনি আর কেউ নন, শাহরুখের স্ত্রী গৌরি খান। নিজের বাড়ির হাত ধরেই এই ইন্টেরিয়র ডিজাইনের ইন্ড্রাস্টিতে পা রাখেন বাদশা পত্নি। সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে শাহরুখ পোস্ট করেছেন তাঁর ঘরণীর ছবি। যার ক্যাপশনে লেখা ‘বিউটিফুল হোমস আর মেড বাই বিউটিফুল হোম মেকারস’। শুধু শাহরুখই নয়, গৌরি নিজে হাতে সাজিয়েছেন কর্ণ জোহর, জ্যাকলিন ফার্নান্ডেজ, রণবীর কপূর, বরুণ ধওয়নের বাড়িও। তাহলে দেখে নেওয়া যাক শাহরুখ খানের অন্দরমহলের কিছু চিত্র।