লখনউ: লোকসভা ভোটের আনুষ্ঠানিক দামামা বেজে গিয়েছে। এবার লড়াই যে খুব একটা সহজ হবে না তার স্পস্ট ইঙ্গিত দিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। আসন্ন লোকসভা ভোটে উত্তরপ্রদেশে শত্রুপক্ষকে দমন করতে জোট বাঁধলেন সমাজবাদী পার্টি -র সঙ্গে। এদিন জোট প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণার পর মায়াবতী বলেন, নরেন্দ্র মোদী আর অমিত শাহের শান্তির ঘুম ছোটাতেই তাদের এই […]
লোকসভা ভোটে বিজেপিকে রুখতে জোটবদ্ধ সপা-বসপা
