ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের গড়চিরৌলিতে মাওবাদী হামলা। পুলিশের গাড়িতে আইডি বিস্ফোরণে ১৬ পুলিশ কর্মীর মৃত্যু। বিস্ফোরণের পর মাওবাদী-পুলিশ গুলির লড়াই। প্রশাসন সূত্রে খবর, বুধবার সকালে নজরদারি চালানোর সময় নিরাপত্তারক্ষীদের কনভয় টার্গেট করে আইইডি বিস্ফোরণ ঘটায় মাও জঙ্গিরা। এর ফলে দুটি গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। মৃত্যু হয় ‘সি-৬০’ ইউনিটের ১৬ জন কমান্ডোর। গুরুতর আহত বেশ কয়েকজন। […]
ফের মাও হামলা, মৃত ১৬ পুলিশকর্মী…
