Date : 2023-11-30

Breaking

নয়ডার হাসপাতালে ভয়াবহ আগুন

নয়া দিল্লি: ভরদুপুরে ভয়াবহ আগুনের গ্রাসে নয়ডার মেট্রো হাসপাতাল। হাসপাতালের তৃতীয় ও চতুর্থ তলের ওই অগ্নিকাণ্ডে হাসপাতাল ভবনের মধ্যে কমপক্ষে ২০ জন আটকে পড়েন। ধোঁয়ায় ভরে যায় গোটা হাসপাতাল। তড়িঘড়ি রোগীদের বিভিন্ন তল থেকে নীচে নামিয়ে আনা হয়। অনেকে দড়ি ধরে নীচে নমে আসেন। হাসপাতালের চেয়ারম্যান ডা পুরুষোত্তম লাল জানিয়েছেন, আহত রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত […]