কলকাতা: শুক্রবার সিপিএম-এর ২৫ আসনে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে।
পুরুলিয়া বসিরহাট সহ বেশ কিছু আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে সমঝোতা প্রক্রিয়া চলছে।
প্রার্থী ঘোষণা হওয়ার পরেই যাদবপুর কেন্দ্রে নির্বাচনী প্রচার শুরু করলেন সিপিআইএম প্রার্থী বিকাশ ভট্টাচার্য।
শনিবার সকালে বারুইপুর পদ্মপুকুর মোড় থেকে পায়ে হেঁটে জনসংযোগের কাজ শুরু করলেন তিনি।
উল্লেখ্য, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে পেয়ে বামকর্মীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে।
মিছিলের মাঝে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “এবারকার ভোটে মানুষের মধ্যে প্রচন্ড উৎসাহ আছে, মানুষ চাইছে তারা স্বাধীন ভাবে তাঁদের মতটি প্রকাশ করতে। মানুষ সুযোগের অপেক্ষায় ছিল সেই সুযোগ এবার এসেছে। মানুষ তার নৈতিক জয়ের প্রতিফলন দেখাবে এবারের ভোটের বাক্সে।”
যদিও মানুষ ভোট দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। প্রচার মিছিলের মাঝে কিছুক্ষণের জন্য টোটোতে সওয়ার হন তিনি। প্রচারকার্যের প্রথম দিনেই তার উপস্থিতিতে দেওয়াল লিখনের কাজও সেরে ফেলেন বামকর্মীরা। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী সহ সিপিআইএম-এর জেলা নেতৃত্ব।