Date : 2024-04-25

চলছে পাইপ সারানোর কাজ, মধ্য ও উত্তর কলকাতায় বন্ধ জল

কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্থ হয়েছে কলকাতা পুরসভার জলের পাইপ।

সুবোধ মল্লিক স্কোয়ারে পাইপ সারাতে সকাল থেকেই তৎপরতা শুরু হয়েছে।

পাইপলাইনে কাজের জেরে শনিবার সকাল থেকে উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ বন্ধ আছে।

কলকাতা পুরসভার তরফে আগেই জানানো হয়েছিল, শনিবার সকাল থেকেই জল সরবরাহ বন্ধ থাকবে।

টালা, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, দক্ষিণ দমদম এমনকি দক্ষিণ কলকাতার চাউলপট্টি, কসবা, ৭৪, ৮৮, ৯০ এবং ৯১ নম্বর ওয়ার্ডে বন্ধ হবে সহ বেশ কয়েকটি অঞ্চলে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

এসএসসি জটের পর আন্দোলনের পথে পিটিটিআই ছাত্র-ছাত্রীরা

জানেন কি আজ বিশ্ব ইডলি দিবস?

শনিবার সকালে উত্তর ও মধ্য কলকাতায় জল সরবরাহ হলেও দুপুরের পর থেকে এই সব অঞ্চলে জল সরবরাহ বন্ধ থাকবে।

পুরসভা সূত্রে খবর, শনিবার সারাদিন জল বন্ধ থাকলেও রবিবার সকালে নির্দিষ্ট সময়ই জল আসবে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রের খবর, এসপ্লানেড থেকে শিয়ালদহ পর্যন্ত পথের একটি অংশে সুবোধ মল্লিক স্কোয়ারে সুড়ঙ্গে বাতাস চলাচলের জন্য ভেন্টিলেশন শ্যাফ্‌ট তৈরি করা হবে।

আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের উদ্ধারের জন্য বিশেষ সিঁড়িও তৈরি করা হবে ওই জায়গায়।

এই অংশে রয়েছে একটি শ্যাফট ভাল্ভ। এই ভাল্বের সঙ্গে রয়েছে ৫০০ ও ৯০০ মিলিমিটারের দুটি পাইপ।

৫০০ মিলিমিটারের পাইপলাইনটি ইতিমধ্যে সরানো সম্ভব হলেও ৯০০ মিলিমিটারের পাইপটি এখনও পর্যন্ত সরানো যায়নি।

সেটি রয়েছে মাটির প্রায় ১০ ফুট নীচে। ওই পাইপটিকে সরাতে হবে ২০ ফুট।

সে কারণে পাইপলাইনের একটি অংশে ভাল্ভ লাগানোর জন্য জল সরবরাহ বন্ধ করতে হবে।

পাইপলাইন সরানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই ভাল্‌ভ চালু করা যাবে না।

সূত্রের খবর, ইতিমধ্যে একটি পাইপ লাইন সারানোর সম্ভব হলেও, অন্যটি এখনও পর্যন্ত সরানো সম্ভব হয়নি।

শনিবার সকাল থেকেই মেট্রো কর্তৃপক্ষ ও পুরসভার তত্ত্বাবধানে কাজ চলছে।

পাইপলাইন মেরামতির কাজ শেষ হলেই স্বাভাবিক হবে জল পরিষেবা।

December 3, 2021, 2:00 am

ভোট প্রচারে বাম প্রার্থী নমিতা দাস .

RPLUS News #Rplus ... See more

December 2, 2021, 11:30 pm

ভোট প্রচারে বাম প্রার্থী উপনীতা পাণ্ডে

RPLUS News #RPlus ... See more

December 2, 2021, 11:00 pm

দুর্গাপুরে এক গৃহবধুর সাফল্যের কাহিনী

RPLUS News #Rplus