ওয়েব ডেস্ক : চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত তাবর অ্যাথিলট মিটে সোনা জিতলেন ভারতের স্প্রিন্টার হিমা দাস। এই নিয়ে বিগত ১৫ দিনে চারটি সোনা জিতলেন এই স্প্রিন্টার। ২০০ মিটারের দৌড়ে তিনি সময় নেন ২৩.২৫ সেকেন্ড।যদিও ব্যক্তিগত ক্ষেত্রে তার দৌড়ের রের্কড সময় ছিল ২৩.১০ সেকেন্ড।
এরই পাশাপাশি ২০০ মিটারের দৌড়ে মরসুমের সেরা দ্বিতীয় হয়েছেন ভি কে ভিস্মাইয়া।২৩.৪৬ সেকেন্ডে দৌড় সম্পন্ন করেন তিনি।তবে ১৯ বছর বয়সী হিমা দাসের এই নিয়ে চারবার সোনা জেতা হল।ইউরোপে প্রথমবারের দৌড় থেকেই তিনি নিজেকে ধীরে ধীরে পরিণত করে তুলেছিলেন।
আরও পড়ুন : “কুলভূষণকে আন্তর্জাতিক আদালত বেকসুর খালাস করেনি”:ইমরান খান
পোলান্ডের পোঞ্জান অ্যাথলেটিক গ্রান্ড পিক্সে ২৩.৬৫ সেকেন্ডে প্রথম সোনা পান আসামের এই স্প্রিন্টার।এরপর ৭ ই জুলাই কুটনো অ্যাথলেটিক্স মিটে ২৩.৯৭ সেকেন্ডে ২০০ মিটারে দ্বিতীয় সোনা জয় করেন এই স্প্রিন্টার।এরপর জুলাইয়ের ১৩ তারিখে ক্লাডনোতে তৃতীয় সোনার পদক হাসিল করেন তিনি।