ওয়েব ডেস্ক: ১৭টি গুলি খেয়েছে সে। গুলি লেগে অন্ধ হয়ে গেছে দুটি চোখ। বাদ গিয়েছে বাঁ দিকের কানটিও।
ভেঙে গেছে চোয়াল। এতো কিছুও কেড়ে নিতে পারেনি ম্যাগির জীবন।
এতো আঘাত পেয়েও বেশ হেসে-খেলেই বেড়াচ্ছে বছর পাঁচেকের এই সারমেয়টি। এখন ম্যাগি কাজ করছে ‘থেরাপি ডগ’ হিসাবে।
কাজের পাশেই সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে শান্তির বার্তা। নিজের খেলাধুলোর মাধ্যমেই এই কাজটি করছে ছোট্ট ম্যাগি।
গত বছর লেবানন থেকে ম্যাগিকে উদ্ধার করে ওয়াইল্ড অ্যাট হার্ট নামের অ্যানিমাল চ্যারিটি সংস্থা।
তাকে গুলিবিদ্ধ অবস্থাতেই একটি বাক্স থেকে উদ্ধার করেন ওনারা। পরে লেবানন থেকে তাকে আনা হয় ব্রিটেনে। সেখানে তার চিকিৎসা করা হয়।
একটি খুব সুন্দর একটি পরিবারও পায় ম্যাগি। তবে এখানেই শেষ নয়। এরপর ম্যাগি কাজ শুরু করে থেরাপি ডগ হিসেবে।
আরও পড়ুন : শেষ পর্যন্ত খুন করলেন যিশু সেনগুপ্ত?…
যেখনে তার একমাত্র কাজই হল মানুষের মধ্যে হাসি আনন্দ ছড়িয়ে দেওয়া। মনের জোরই যে সব তা আরও একবার তা প্রমাণ করল এই সারমেয়।