ওয়েব ডেস্ক: কলকাতা মেট্রো দুর্ঘটনার পর কেটেছে ৪ দিন। এখনও সচেতন হয়নি শহরবাসী।
এরপরেও তাড়াহুড়ো করে মেট্রোর গেট বন্ধ হওয়ার ঠিক আগের মুহুর্তেও ওঠার চেষ্টা চলছে মেট্রোতে। জোর করে ভিড়ের মধ্যে ছেলে ঢোকার চেষ্টাও চলছে।
তার সঙ্গেই চলছে ব্যাগ বা হাত দিয়ে গেট আটকানোর প্রক্রিয়াও। এবার যাত্রী সুরক্ষায় কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা মেট্রো।
দরজা বন্ধের সময় যদি কোনও যাত্রী তাতে বাধা দেন, তা হলে তাকে ৫০০ টাকা জরিমানা করা হবে।
মেট্রো সূত্রে জানানো হয়েছে, এই নিয়ম আগে থেকেই ছিল, তবে কলকাতায় এই নিয়ম তেমন ভাবে কার্যকর ছিল না। তবে এইবার তা কড়া ভাবে মানা হবে বলেই মেট্রোর দাবি।
গত সপ্তাহে শনিবার সন্ধ্যের দিকে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে মেট্রোর দরজায় হাত আটকে মৃত্যু হয় বছর ৭৬র বৃদ্ধ সজল কাঞ্জিলালের।
প্রায় সব স্টেশনেই প্রতিদিন মেট্রো প্ল্যাটফর্ম ছেড়ে বেরনোর ঠিক আগের মুহূর্তে যখন দরজা বন্ধ হয়, ঠিক তখনই যাত্রীরা তাঁদের হাত, পা, ব্যাগ, ছাতা ইত্যাদি নানা কিছু ভাবে ওই দরজার মাঝখানে বাধা সৃষ্টি করেন।
দরজায় লাগানো সেন্সরের কারণে তা খুলেও যায় ফের। কিন্তু যাত্রীদের একাংশ সেটাকেই বন্ধ হয়ে আসা দরজা খোলার একমাত্র উপায় হিসেবে ব্যবহার করেন। তবে এবার রাশ টানতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ।