Date : 2023-04-02

বৃষ্টির জেরে ধস, পাহাড়ে বন্ধ টয় ট্রেন…

ওয়েব ডেস্ক: বিরাম নেই বৃষ্টির। ফলে অসুবিধায় পড়তে হচ্ছে সারা ভারতকেই।

মুম্বাই থেকে শুরু করে দার্জিলিং, বৃষ্টির জেরে নাজেহাল সব রাজ্যই। প্রচন্ড বৃষ্টিতে বিপদজনক হয়ে উঠেছে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পংও।

বেশ অনেকটাই ধসে গেছে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী ৫৫ নং জাতীয় সড়কে। ফলে ব্যাহত হচ্ছে পরিষেবা। এছাড়াও আরও কিছু জায়গায় ধস পড়ার মতো অবস্থা তৈরি হয়েছে।

তিনধারিয়া, গয়াবাড়ি, রংটং ইত্যাদি এলাকায় ধস নামার ফলে ব্যাহত হয়েছে টয়ট্রেন পরিষেবাও। ফলে বন্ধ রাখা হয়েছিল এনজেপি-দার্জিলিং ট্রেন চলাচল। শিলিগুড়িতে যদিও এখন কমেছে বৃষ্টি।

আরও পড়ুন: কনসার্ট দেখে ৪ লাখ টাকা রোজগার! করে ফেলুন অ্যাপলাই…

তবে রাস্তা সাফাই, গাছ সরানোর কাজ চলছে। তবে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। বিভিন্ন শাখার অফিসারদের নির্দেশ দিয়‌েছেন জিটিএ-র প্রধান সচিব।

সেরকমই দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের তরফে বাড়তি নজরদারি শুরু হয়েছে। তবে এখনও অবধি পাহাড়ের জাতীয় সড়ক কোথাও বন্ধ হয়নি। রোহিণী রোড, সিকিম-কালিম্পংগামী ১০ নম্বর জাতীয় সড়কে কিছু এলাকায় মাটি, কাদা পাহাড় থেকে ধসে পড়লেও রাস্তা খোলাই রয়েছে।