ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশে বাস দুর্ঘটনায় নিহত কমপক্ষে ২৯, গুরুতর জখম ২৩। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়েতে। জানা গেছে উত্তর প্রদেশ স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস লক্ষৌ থেকে যাচ্ছিল দিল্লির আনন্দ বিহারে।
সেই সময় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি ডিভাইডারে ধাক্কা মেরে পাশের নর্দমায় উল্টে যায় বাসটি।বাসটিতে সেই সময় উপস্থিত ছিলে ৫২ জন যাত্রী। যার মধ্যে ছিল বেশ কিছু শিশুও।পুলিশের পক্ষ থেকে করা প্রাথমিক তদন্তে জানা গেছে বাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন ড্রাইভার যে কারণে গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।