Date : 2022-01-20

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম ধোনির

ওয়েব ডেস্ক:  অবসর নয়। তবে আসন্ন ক্যারিবিয়ান সফর থেকে নিজেকে সরিয়ে বিশ্রামের রাস্তায় হাঁটলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির অবসর বিতর্কে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল।সেই গুঞ্জনে জল ঢাললেন তিনি নিজেই।

আরও পড়ুন : আর লাইনে দাঁড়ানো নয়, মেট্রোর টিকিটের জন্য আসছে নয়া অ্যাপ

রবিবার ক্যারিবিয়ান সফরে ২৩ জনের নাম ঘোষণা করার কথা বিসিসিআইয়ের।দল নির্বাচনের আগেই ধোনি নিজে থেকেই জল্পনার অবসান ঘটালেন।কি করবেন ধোনি এই কদিনে? জানা গেছে এর মধ্যে তিনি ভারতীয় সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মির প্যারাস্যুট রেজিমেন্টে যোগ দেবেন। এই আর্মির প্যারা রেজিমেন্টে লেফটেন্যান্ট কর্ণেলের সাম্মানিক পদে রয়েছেন ধোনি।

#Newsrplus #biswasobiswas

কে ওই ? শয়তানি না দানবী মূর্তি ? কি তার আসল পরিচয় ? মানব সমাজে মূর্তি হয়ে থাকা বাকি মূর্তিগুলিই বা কাদের ? কেনই বা তাদের এই পরিণতি? দেখুন বিশ্বাস অবিশ্বাস আজ রাত ১০ টায় শুধুমাত্র Rplus এ

Posted by RPLUS News on Thursday, July 18, 2019

এই ঘটনার পরে এবার অবসরের বিষয়টি বোর্ডের সিদ্ধান্তের ওপর ফেললেন বলে মনে করা হচ্ছে।ওয়েস্ট ইন্ডিজে আগামী ৩ অগাস্ট থেকে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।এরপর ২ টি টেস্ট ও ৩ টি ওয়ান ডে খেলবে ২ দল।